এশিয়া কাপ 2023 জয়ের পর ভারত এখন মানসিক ভীষণ ভাবে এগিয়ে থেকে অস্ত্রেলিয়ার বিরুদ্ধে ৩ ODI সিরিজে নেমে ছিল ভারতীয় দল, এবং এই সিরিজে অসিদের ২-১ সিরিজ হারিয়ে এখন ভারতের মনোবল ভীষণ চাঙ্গা। কারণ এশিয়া কাপ ২০২৩ তে দুই বার পাকিস্থানের মত দলকে হারিয়েছে, এবং তারপর ফাইনালে শ্রীলঙ্কা কে দুরন্ত ভাবে পরাজিত করেছে এবং অস্ত্রেলিয়ার কে সিরিজ হারিয়ে বিগত অল্প কিছুদিনের মধ্যে।
এই অবস্থায় ভারতীয় সমর্থকরা চাইছে ভারত যেন বিশ্বকাপ জেতে। এবং ভারতীয় দলের পারফ্রম্যন্স দেখলে ভারতের বিশ্বকাপ জিততেই পারে।
তবে বিশ্বকাপ শুরুর সঙ্গে সঙ্গে ভারতীয় দলের জন্য খারাপ খবর আসতেই আছে। ভারতের তরুণ অপেনার শুভমান গিল ডেঙ্গু আক্রান্ত , তাকে বাদ দিয়েই দল গঠন করা হয়েছে।
অস্ট্রেলিয়ার ক্ষেত্রে মারকাস স্তেইন্স খেলতে পারেছেন না। তাকে বাদ দিয়েই দল গঠন করা হয়েছে।
এখন দেখে নিই ভারতীয় দল -এ কে কে সুযোগ পেয়েছেন।
N.B –
বন্ধুরা যদি Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে চান তবে অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান। এই গ্রুপে আমরা এই বিশয়ে সমস্ত তথ্য দেব, সামনেই বিশ্বকাপ আপনারা এখান থেকে আয় করতে পারেন ।
আমরা জানি বিশ্বকাপ হল সব দলের কাছে নিজেদের প্রমান করার সবচেয়ে বড় মঞ্চ । তাই সব দেশই চায় এই কাপ জিততে।
বিশ্বকাপের আগে ভারত , এশিয়া কাপ ও অস্ট্রেলিয়কে হারিয়ে ও সিরিজে পারফরম্যান্স ভাল করে তারা মানসিক ভাবে অনেক এগিয়ে থেকে বিশ্বকাপ যাত্রা শুরু করবে।
বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ আজকের খবর অনুযায়ী পিচ কিছুটা স্পিন সহায়ক হতে পারে। তাই ভারত এই ম্যাচে ৩ স্পিনার এর উপর নির্ভর করে খেলতে নামছে।
তাই প্রথম ম্যাচে কুলদিপ ও রবি অশ্বিন দুই জন খেলতে পারে এবং তাঁর সঙ্গে জাদেজা তো আছেন।
ভারত এই তিন স্পিনার নিয়ে প্রথম ম্যাচে নামার কথা।
ওপেনিং পজিশনে ভারত শুভমান যদি না খেলতে পারে তবে ঈশান কিষান কে নিয়ে রোহিত ওপেন করবে।
প্রথম ম্যাচে ভারতের দল –
Opening Position –
ঈশান কিষান
রোহিত শর্মা (C),
Middle Order –
বিরাট কোহলি,
শ্রেয়াস আইয়ার,
কেএল রাহুল (উইকেটরক্ষক)
হার্দিক পান্ড্য, (সহ-অধিনায়ক),
রবীন্দ্র জাদেজা,
Lower End
কুলদীপ যাদব,
আর অশ্বিন,
জাসপ্রিত বুমরাহ,
মো. সিরাজ
বিশ্বকাপে ভারতের দল –
রোহিত শর্মা (C), হার্দিক পান্ড্য, (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান , রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আর অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মো. সিরাজ
অস্ট্রেলিয়া দল –
ডেভিড ওয়ার্নার,
মিচেল মার্শ
স্টিভ স্মিথ
মার্নাস ল্যাবুসচেঞ্জ
গ্লেন ম্যাক্সওয়েল
ক্যামেরন গ্রিন
অ্যালেক্স কেরি
মিচেল স্টার্ক
প্যাট কামিন্স
অ্যাডাম জাম্পা
জোশ হ্যাজেলউড
বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে –
বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে
অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।
এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।
নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।