You are currently viewing নেদারল্যান্ড এর কাছে লজ্জা-জনক ভাবে হেরে বাংলাদেশ পয়েন্ট টেবিলে নেমে গেল নেদারল্যান্ড থেকেও নীচে, বেঙ্গল টাইগার-রা, ডাচদের কাছে হারল 87 রানে –

নেদারল্যান্ড এর কাছে লজ্জা-জনক ভাবে হেরে বাংলাদেশ পয়েন্ট টেবিলে নেমে গেল নেদারল্যান্ড থেকেও নীচে, বেঙ্গল টাইগার-রা, ডাচদের কাছে হারল 87 রানে –

Rate this post

বিশ্বকাপ ২০২৩ ভীষণ চমকপ্রদ জায়গাতে পৌঁছে গেছে। বলতে বলতে বিশ্বকাপ ২০২৩ অর্ধেক রাস্তা অতিক্রম করে চলে এসেছে, বিশ্বকাপ এখন রুদ্ধশ্বাস যায়গায় এসেছে। প্রতিদিন নতুন নতুন অঘটন, নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। সমস্ত ক্রিকেট বিশ্ব তকিয়ে আছে পয়েন্ট টেবিলের দিকে। কোন ৪টি দল সেমিফাইনালে যাবে যাবে তার জন্য জমজমাট লড়াই চলছে। নীচের সারির দল গুলো ও ভীষণ লড়াই করছে, ৩ নং এবং ৪ নং স্থানের জন্য প্রায় প্রতিটি নীচের সারির দলই লড়াই করছে ।

পয়েন্ট টেবিলের প্রথম দিকের এক দুটি দল ছাড়া বাকি সমস্ত দলের পয়েন্টের ফারাক একবারেই কম। তাই যে কোন সময় যে কেউ উপর বা নীচের দিকে চলে আসতে পারে।

(responsive)

আজকের এক ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ও নেদারল্যান্ড পরস্পরের মুখোমুখি হয়েছিল। কলকাতার ইডেন গার্ডেন এ বাংলাদেশ ও নেদারল্যান্ড -এর আজকের খেলায় নেদারল্যান্ড দল টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নেয়।

বাংলাদেশ ও নেদারল্যান্ড দুই দলেরই পয়েন্ট ২, তারা দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। তবে এই ম্যাচের আগে রান রেটে বাংলাদেশ এগিয়ে ছিল।

এই ম্যাচে নেদারল্যান্ড -র শুরুতা একবারেই ভাল হয় নি, তাদের দুই ওপেনার খুব কম রানে আউট হয়ে যায়। কিন্তু তার পর খেলা ধরে নেন – ওয়েসলি বারেসি তিনি নেদারল্যান্ড এর হয়ে দুরন্ত খেলা উপহার দেন। তিনি ৪১ বলে ৪১ রান করেন। এবং বাংলাদেশ এর বোলারদের কচুকাটা করেন।

এর পর নেদারল্যান্ড এর হয়ে অধিনায়ক স্কট এডওয়ার্ড দুরন্ত খেলা উপহার দেন , তিনি ৬৮ রানের দুরন্ত এক ইনিংস খেলেন। এবং নেদারল্যান্ড কে ২২৯ রানে পৌঁছে দিতে সহায়তা করেন।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান দুরন্ত বল করেন। তিনি ১০ ওভারে ৩৬ রান দিয়ে ২টি উইকেট নিয়ে নেন।

সাকিব নেন ১ টি উইকেট, মেহেন্দি হাসান নেন ২ টি উইকেট। দুই ফাস্ট বোলার ও ২ টি করে উইকেট নেন।

নেদারল্যান্ড ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২২৯ রান করে।

২২৯ রান সামনে নিয়ে খেলতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে , ওপেনাররা রান করতে পারে নি।

পরের দিকের ভাল খেলতে পারেনি। মেহেদি হাসান চেষ্টা করেছিলেন কিন্তু ৩৫ রানে আউট হয়ে যান। অধিনায়ক সাকিব আজও ব্যর্থ ছিলেন তিনি ৫ রানে আউট হন।

নেদারল্যান্ড জিতল ৮৭ রানে। বালাদেশ ৪২.২ ওভারে ১৪২ রানে অল-আউট হয়ে যায়।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply