You are currently viewing “বাতাস ভীষণ বিষাক্ত ……” বায়ু দূষণ- এর জন্য ভাল খেলতে পারছে না, ইংল্যান্ডের খারাপ পারফরমেন্স জন্য ভারতের অনেক কিছুকে দায়ী করলেন জো রুট –

“বাতাস ভীষণ বিষাক্ত ……” বায়ু দূষণ- এর জন্য ভাল খেলতে পারছে না, ইংল্যান্ডের খারাপ পারফরমেন্স জন্য ভারতের অনেক কিছুকে দায়ী করলেন জো রুট –

Rate this post

বিশ্বকাপ ২০২৩ এর লিগের খেলা প্রায় মাঝ পর্ব অতিক্রম করে ফেলেছে, সমস্ত দলই পয়েন্ট টেবিলের অঙ্ক মেলাতে ব্যস্ত । প্রথম চারে যাওয়ার লড়াই-এ জোর দার প্রস্তুতি করছে প্রতিদিন, এবং প্রতিদিন আসছে নতুন নতুন খবর।

ইংল্যান্ড দল গত বারের বিশ্বচ্যাম্পিয়ন এবারে বিশ্বকাপে খুব বাজে খেলা উপহার দিচ্ছে। তারা লাগাতার হেরেই চলেছে। এবং এই হারকে ইংল্যান্ড দলের প্লেয়ায়ররা মোটেও মানতে পারছে না।

(responsive)

ইংল্যান্ড দলের দুরন্ত প্লেয়ার জো রুট বলেছেন যে ভারতের আর্দ্র আবহাওয়ায় মানিয়ে নিতে তাঁদের বেশ সমস্যা হচ্ছে, তার ওপর আছে মুম্বইয়ের বায়ু দূষণ।

এমন কি তিনি বলেছেন যে খেলতে গিয়ে মাঝে মধ্যে শ্বাস নিতে পারছেন না বলে মনে হচ্ছে বলেও মন্তব্য করেছেন রুট। 

গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন তাঁরাই। অথচ এই বিশ্বকাপে চূড়ান্ত খারাপ ফর্মে ইংল্যান্ড। কাপ যুদ্ধ শুরুই হয়েছিল একটি হার দিয়ে, পরের ম্যাচটি জিতলেও, তারপরে পরাজয়ের ধারা অব্যাহত থাকে জোস বাটলার বাহিনীর।

England Team

ইংল্যান্ড বাহিনি এখন পয়েন্ট টেবিলের শেষের দিকে আছেন। খুব দ্রুত যদি খেলার পরিবর্তন করতে পারে তাহলে তাদের এই বিশ্বকাপে ঘুরে দাঁড়ানো মহুব মুশকিল । তবে তাঁদের টপ অর্ডার ব্যাটার জো রুট মুম্বইয়ের খারাপ ফল করার জন্য পরোক্ষ ভাবে মুম্বইয়ের বায়ু দূষণকেই দায়ী করেছেন ।

সম্প্রতি এক ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জো রুট জানিয়েছেন, ভারতের আর্দ্র আবহাওয়ায় মানিয়ে নিতে তাঁদের বেশ সমস্যা হচ্ছে, তার ওপর আছে মুম্বইয়ের বায়ু দূষণ। খেলতে গিয়ে মাঝে মধ্যে শ্বাস নিতে পারছেন না বলে মনে হচ্ছে বলেও মন্তব্য করেছেন রুট।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply