You are currently viewing ম্যাচ রিপোর্ট- নির্বিষ ব্যাটিং উইকেটেও অবিশ্বাস্য অপ্রতিরোধ্য বোলিং  মহঃসামির, সুযোগ পেয়েই মহঃ সামি ধ্বংস করলেন নিউজিল্যান্ড ব্যাটিংকে- নিলেন ৫ টি উইকেট- সব্বাস সামি –

ম্যাচ রিপোর্ট- নির্বিষ ব্যাটিং উইকেটেও অবিশ্বাস্য অপ্রতিরোধ্য বোলিং মহঃসামির, সুযোগ পেয়েই মহঃ সামি ধ্বংস করলেন নিউজিল্যান্ড ব্যাটিংকে- নিলেন ৫ টি উইকেট- সব্বাস সামি –

2.7/5 - (3 votes)

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এগিয়ে চলেছে দুরন্ত গতিতে , সমস্ত ক্রিকেটপ্রেমী -এর চোখ এখন সর্বদা পয়েন্ট টেবিলের দিকে, কোন দল প্রথমে থাকবে এবং কোন কোন দল প্রথম চারে থাকবে।

আজ বিশ্বকাপ ২০২৩ এর এক গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে । এই দুই দলই বিশ্বকাপ ২০২৩ এর উপরের সারির দল, শেষ ৪ টি ম্যাচে কোন দলই হারেনি।কিন্তু রান রেটের জন্য নিউজিল্যান্ড ভারতের থেকে উপরে আছে।

(responsive)

তাই ভারতীয় দল চাইছে যে করেই হোক নিউজিল্যান্ড কে হারিয়ে এক নং দলের শিরোপা ছিনিয়ে নিতে।এবং এই জন্য রোহিত ব্রিগেড আজ সর্বশক্তি দিয়ে ঝাপাচ্ছে নিউজিল্যান্ড কে হারানোর জন্য।

কিন্তু ভারতীয় দলে গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক না খেলায় রোহিত ব্রিগেড কিছুটা সমস্যায়। হার্দিক না খেলায় ভারত কে দুটি পরিবর্তন করতে হয়েছে। ব্যাটিং এর জন্য সূর্য কুমার যাদব এবং বোলিং এর জন্য মহঃ সামি কে নিতে হয়েছে ।

আজ ভারত অধিনায়ক টসে জিতে বল করার সিধান্ত নেন, এবং নিউজিল্যান্ড ব্যাট করার জন্য বলেন। শুরুতে ভারতীয় বোলাররা দারুন বল করতে থাকেন। পিচ পুরোটাই ব্যাটিং সহায়ক ছিল, কিন্তু ভারতীয় বোলার বিশেষ করে জসপ্রিত অনান্য দিনের মত দুরন্ত বল করতে থাকেন। অপর পেস বোলার মহঃ সিরাজ কিছুটা রান দিয়ে দিলেও জসপ্রিত এর বলে রান নেওয়া এককথায় ভীষণ কষ্টকর ছিল নিউজিল্যান্ড ব্যাটারদের।

তবে ভারতীয় বোলারদের হয়ে প্রথম সফলতা আসে মহঃ সিরাজের হাত ধরে। তিনি তার ২য় ওভারে ডেভিড কেনয়ে কে ক্যাচ আউট করান। শ্রেয়াস আইয়ার দুরন্ত ক্যাচ নেন।

তবে তার পরে রবীন্দ্র ও উইল দুরন্ত ভাবে ইনিংস কে এগিয়ে নিয়ে যায়। তবে উইল বেশী দূর যেতে পারেন নি তিনি ১৭ রানে সামির বলে বোল্ড হয়ে যান।

নিউজিল্যান্ড ২৭৩ রানে আটকে যায়। কিন্তু নিউজিল্যান্ড দল আজ যেভাবে শুরু করেছিল ভারতীয় বাহিনী তাদের দুরন্ত ব্যাটিং- এ ভীষণ চাপে পড়ে গেছিল। কোন বোলার কে পাত্তা দিচ্ছিল না। তবে সামি আজকে ছিল সম্পূর্ণ আলাদা মুডে ।

প্রথম বলেই তিনি উইকেট নিয়ে নিয়েছিলেন। এবং তখনই বোঝা যাচ্ছিল যে সামি ম্যাচ ঘোরাতে পারে।

রোহিত তাকে তুলে রেখেছিলেন শেষের ওভার গুলো বল করানোর জন্য। এবং সামি তার বলে নিউজিল্যান্ড ব্যাটারদের কাঁদিয়ে দিলেন।

তিনি তার ১০ ওভারএ ৫৪ রান দিয়ে ৫ টি উইকেট তুলে নিলেন। এবং একাই নিউজিল্যান্ড এর বড় রান করার সমস্ত সম্ভাবনা কে নির্মূল করে দিলেন। বিপরীত স্থিতিতে সামি-এর এই ধরণের বোলিং ভারতীয় সমর্থক দীর্ঘদিন মনে রাখবে।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

দেখে নিন ভিডিও টি আর একবার –

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply