বিশ্বকাপ 2023: ভারত – আফগানিস্থানঃ ভারত আজ তার ২য় ম্যাচ আফগানিস্থানের এর বিরুধে খেলতে নেমেছিল দিল্লি তে । প্রথম ম্যাচ-এ ভারতীয় ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেট প্রেমীদের একটি দুর্দান্ত উপহার দিয়েছিল । ভারত প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মেত শক্তিশালী দলকে হারিয়ে দিয়ে অভিজান শুরু করেছিল।
আজ ভারতীয় ক্রিকেট প্রেমিরা আফগানিস্থানের এর বিরুধে একটা বড় জয় দেখতে চেয়েছিল। প্রথম ম্যাচে দুরন্ত জয় পেলেও এবং ভারতের রান মেশিন বিরাট ও রাহুল দুরন্ত খেললে ও , ভারতে টপ অর্ডার কিন্তু একেবারেই খেলতে পারে নি। তাই আজকের ম্যাচে এদের রান করা নিতান্ত্য জরুরি ছিল।
আজকের খেলায় ইশান কিষান ও শ্রেয়াস আইয়ারের প্রতি সবার নজর ছিল। ভারতীয় সমর্থক রা চেয়েছিল এদের সাবার কাছ থেকে একটা ভাল খেলা দেখতে।
বিশ্বকাপ 2023: ভারত – আফগানিস্থান : এশিয়া কাপ 2023 এবং অস্ত্রেলিয়ার বিরুদ্ধে ৩ ODI সিরিজে জয়ের পর ভারত মানসিক দিক থেকে ভীষণ ভাবে এগিয়ে থেকে অস্ত্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল।
এবং অস্ট্রেলিয়ায় কে হারিয়ে ভারতীয় দের মনোবল ছিল দুরন্ত, এবং ভারতীয় দলের পারফ্রম্যন্স দেখলে ভারতের বিশ্বকাপ জিততেই পারে।
N.B –
বন্ধুরা যদি Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে চান তবে অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান। এই গ্রুপে আমরা এই বিশয়ে সমস্ত তথ্য দেব, সামনেই বিশ্বকাপ আপনারা এখান থেকে আয় করতে পারেন ।
আমরা জানি বিশ্বকাপ হল সব দলের কাছে নিজেদের প্রমান করার সবচেয়ে বড় মঞ্চ । তাই সব দেশই চায় এই কাপ জিততে।
আজকের ম্যাচে আফগানিস্থানের অধিনায়ক টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আজকের উইকেট বিশেষজ্ঞদের অনুযায়ী বড় রান হতে পারে বলে রায় দিয়েছিল। সেই অনুযায়ী সমস্ত আফগানিস্থানের অধিনায় প্রথমে ব্যাট করতে চেয়েছিল, কারন বড় রান চেজ করে ম্যাচে জেতা আফগানিস্থানের পখ্যে সমস্যা হতে পারে।
তবে ব্যাট করতে নেমে প্রথমেই আফগানিস্থান বিপদে পড়ে যায়। আফগানিস্থান ওপেনিং ব্যাটার গুরবাজ ও ইব্রাহিম শুরুটা ভাল করলেও বেশিক্ষণ পিচে দাঁড়াতে পারে নি। গুরবাজ ২১ রানে ও ইব্রাহিম ২২ রানে আউট হয়ে যান। হার্দিক ও জসপ্রিত তাদের ফিরিয়ে দেন। তিন নং ব্যাটার রহমত সাহা ও খুব একটা কিছু করতে পারে নি।
কিন্তু তার পর সাহিদুল্লা ও আজমাতুল্লা খেলাটা কে ধরে নেন , দুই জনে দুরন্ত খেলা উপহার দেন।
আজমাতুল্লা ৬২ রান করেন। হার্দিক তাকে আউট করান।
পরের দিকে নবি কিছুটা দল কে আগের দিকে নিয়ে যান।
ভারতের পখ্যে জসপ্রিত দুরন্ত বোলিং করেন তার সামনে আফগানিস্থানের কোন ব্যাটার ই সাবলীল ছিল না। তিনি মাত্র ৩৯ রান দিয়ে ৪ টি উইকেট নেন।
হার্দিক ও খুব ভাল বল করেন।
পাটা উইকেটে ভারতীয় দের এই দুরন্ত সবাই দারুন প্রশংসা করতে পারে।
আফগানিস্থানের ইনিংস ২৭২ রানে শেষ হয়ে যায় ।
স্কোর –
ভারত বোলিং স্কোর –
বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে –
বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে
অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।
এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।
নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।