You are currently viewing ১১ বছর আগে সচিন-ই ভবিষ্যৎবাণী করেছিলেন ‘আমার রেকর্ড … কোহলি’, পুরনো সেই ভিডিও ভাইরাল দেখে নিন ভিডিও  –

১১ বছর আগে সচিন-ই ভবিষ্যৎবাণী করেছিলেন ‘আমার রেকর্ড … কোহলি’, পুরনো সেই ভিডিও ভাইরাল দেখে নিন ভিডিও –

Rate this post

ভারতের লিটিল মাস্টার শচীন তেন্ডুলকার ভারতীয় ক্রিকেটের বহুদিন সেবা করে গেছেন, এবং ভারতকে বহু খ্যাতি দিয়ে গেছেন। বহু রেকর্ড তিনি নিজেই ভেঙে আবার নতুন রেকর্ড তৈরি করেছেন। গতকাল বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে বিরাট কোহলি (Virat Kohli) এই কিংবদন্তির অনন্য রেকর্ড স্পর্শ করলেন। তবে সোশাল মিডিয়ার একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে অনেক আগেই বিরাটের বিষয়ে শচীন তেন্ডুলকার ভবিষ্যতবাণী করে ফেলেছিলেন।

বিশ্বকাপের গতকাল-এর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট নিজের হাতে পুরো দায়িত্ব নিয়ে ব্যাট ভারতীয় দলকে খুব ভাল জায়গায় পোঁছে দেন। এবং এর সঙ্গেই তিনি শচীন তেন্ডুলকারের একদিনের ক্রিকেটে করা সর্বোচ্চ শতরানের রেকর্ড স্পর্শ করেন। শ্রেয়াস কে সঙ্গে নিয়ে ১২১ বলে অপরাজিত ১০১ রান করে ৩৫ তম জন্মদিনে তিনি বুঝিয়ে দিলেন কেন তাকে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের কিং বলা হয়। এর সঙ্গেই বিরাট একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান করে ছুঁলেন শচীন তেন্ডুলকারের এই রেকর্ড ছুঁয়ে ফেলেন।

(responsive)

অন্যদিকে এর আগেই ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকার ২০১২ সালে বিরাট কোহলির বিষয়ে ভবিষ্যতবাণী করে দিয়েছিলেন। গতকালের ঐতিহাসিক শতরানের পর আবারও সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে।

এখন আপনাদের আসল ঘটনাটি বলি – ২০১২ সালের একটি অনুষ্ঠানে বলিউড স্টার অভিনেতা সালমান খান (Salman Khan) শচীন কে একটা প্রশ্ন করেছিলেন, ” আপনার কী মনে হয় আপনার করা রেকর্ড কেউ ভাঙতে পারবে?” এর উত্তরে শচীন তেন্ডুলকার বলেছিলেন, ” আমার মনে হয় আমাদের দেশের ই নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে অন্যতম রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি আমার রেকর্ড ভাঙতে পারে।”

শচীন তেন্ডুলকারের করা একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ৪৯ টি শতরানের রেকর্ড বিরাট এই বিশ্বকাপেই ভেঙে দিতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়াও তিনি শচীনের করা ১০০ টি শতরানের সর্বকালের রেকর্ডের দিকে এগিয়ে চলেছেন কোহলি। কিং কোহলির ব্যাট থেকে এখনও পর্যন্ত দেশের হয়ে ২৮৯ টি একদিনের ম্যাচে ১৩,৬২৬ রান এসেছে। অন্যদিকে ভারতীয় দল বিশ্বকাপের পরবর্তী ম্যাচে ১২ নভেম্বর নেদারল্যান্ডসের (India vs Netherlands Match) মুখোমুখি হবে।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply