অভিষেক পোড়েলের বাংলার প্রতিভাবান উইকেট কিপার ব্যাটসম্যান । তার দুরন্ত প্রতিভার ঝলক আমরা গত আই পি এল এ দিল্লির হয়ে খেলার সময় দেখেছি। তবে দিল্লী হয়ে খেলার সময় দিল্লী দলের মেন্টর সৌরভ গাঙ্গুলি তাকে বেশ কিচু পরামর্শ দিয়েছিলেন। তা অভিষেক পোড়েল তার দুরন্ত সেঞ্ছুরির পর সংবাদ মাধ্যম কে জানালেন ।
রঞ্জি ট্রফির খেলা চলছে সারা ভারত জুড়ে। সমস্ত রাজ্য দলের প্লেয়াররা তাদের নিজের দুরন্ত খেলা তুলে ধরছেন । এবং নিজেকে আবার প্রমান করার সুযোগ কে হাতছাড়া করতে চাইছেন না।
বাংলা এবং ছত্তিরগড়-এ রঞ্জি ট্রফি খেলা চলছে। এবং এই খেলায় বাংলার তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান অভিষেক পোড়েল নিজের দুরন্ত খেলা তুলে ধরেছেন । তার লড়াকু এবং ঝকঝকে ইনিংসের সুবাদে বাংলা দল ভাল যায়গায় পৌঁছে গেছে।
ইডেনে অনুষ্ঠিত এই ম্যাচে অভিষেক পোড়েল ২১৯ বলে ১৪ টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১৪ রান করেন। এবং নিজের দলকে ভাল যায়গায় নিয়ে যান।
তবে ম্যাচে শেষে তিনি বলেন সৌরভ গাঙ্গুলি তাকে বিশেষ পরামর্শ দিয়ে ছিলেন এবং তা মেনে অনুশীলন করার ফল তিনি পাচ্ছেন। সৌরভ তকে বলে ছিলেন যে লাল বলের খেলা অর্থাৎ টেস্ট ম্যাচে ভাল খেলতে হলে তাকে প্রতিদিন কমকরে ৬ ঘণ্টা প্র্যাক্টিস করতে হবে।
অভিষেক পোড়েল তা বলেন দাদা র পরামর্শ মেনে তিনি খুব ভাল ফল পাচ্ছেন। তবে দিনের শেষে বাংলা দল ৮ উইকেটে ৩৮১ রান করেছে।