BCCI পুরষ্কার ২০২৪: শেষ ৪ বছরে বিরাট, রোহিত, শামি বা রাহুল কে কি পুরষ্কার পেলেন জেনে নিন সম্পূর্ণ তালিকা –

5/5 - (1 vote)

BCCI পুরষ্কার ২০২৪ হয়ে গেল , ভারতীয় ক্রিকেট বোর্ড এক অনুষ্ঠানে দেশের সেরা ক্রিকেটার দের পুরস্কার দেন। আজ থেকে চার বছর আগে করোনা প্রকোপ বৃদ্ধির কারণে বন্ধ হয়ে গিয়েছিল বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠান (BCCI Annual Awards)। বার্ষিক পুরস্কারের এই অনুষ্ঠানটি শেষবার অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের জানুয়ারি মাসে মুম্বাইতে।

তার পর বেশ কিছু বছর চলে এই অনুষ্ঠান আর হয় নি তাই BCCI শেষ ৪ বছরের সমস্ত পুরস্কার এই অনুষ্ঠানে ঘোষণা করল ।

(responsive)

মাঝে চারবছর এই ইভেন্ট না হলেও আজ বহু প্রতীক্ষার পর হায়দ্রাবাদে সকল ভারতীয় ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি (BCCI Annual Awards 2024)। দেখে নিন, কে কোন পুরস্কার জিতেছেন।

★ সবচেয়ে বড় পুরস্কার পলি উমরিগড় পুরস্কার ২০১৯-২০ তথা ওই বছরের সেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার পদক জিতেছেন ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।

পলি উমরিগড় পুরস্কার ২০২০-২১ জিতেছেন অভিজ্ঞ ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

★ পলি উমরিগড় পুরস্কার ২০২১-২২ জিতেছেন অভিজ্ঞ ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

★ ২০২২-২৩ সালে পলি উমরিগড় পুরস্কার তথা সেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার হয়েছেন তরুণ প্রতিভাবান ব্যাটার শুভমান গিল (Shubman Gill)।

★ ২০১৯-২০ ও ২০২২-২৩ সালের সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার হয়েছে দীপ্তি শর্মা (Deepti Sharma)

★ ২০২০-২১ ও ২০২১-২২ সালের সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)

★ ২০২২-২৩ সালের সারদেশাই পুরস্কার জিতেছেন দুইজন ভারতীয় পুরুষ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে সর্বাধিক রান করায় এই পুরস্কারটি পেয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

★ অন্যদিকে ওয়েস্ট সিরিজে সবথেকে বেশি উইকেট নেওয়ায় রবিচন্দ্রন অশ্বিনও ২০২২-২৩ সালের সারদেশাই পুরস্কার জিতেছেন।

★ ২০১৯-২০ সালে সেরা পুরুষ আন্তর্জাতিক অভিষেকের পুরস্কারটি জিতেছেন মায়াঙ্ক আগারওয়াল (Mayank Agarwal)। ২০২০-২১ সালে অক্ষর প্যাটেল (Axar Patel)। ২০২১-২২ সালে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। ২০২২-২৩ সালের এই পুরস্কারটি জিতেছেন তরুণ ওপেনার ব্যাটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

★ মহিলাদের সেএয়া আন্তর্জাতিক অভিষেক পুরস্কার ২০১৯-২০ জিতেছেন প্রিয়া পুনিয়া (Priya punia), ২০২০-২১ সালে শেফালি ভার্মা (Shefali Verma), ২০২১-২২ সালে এস মেঘনা (S Meghana), ২০২২-২৩ সালে আমনজোত কৌর (Amanjot Kaur)।

★ কল. সিকে. নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটি পেয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

★ রঞ্জি ট্রফি ২০২২-২৩ এ সবচেয়ে বেশি রান করায় মাধব রায় সিন্ধিয়া পুরস্কারটি পান মায়াঙ্ক আগারওয়াল। ২০২১-২২ এই পুরস্কারটি পেয়েছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan), এছাড়া ২০১৯-২০ এই পুরস্কার নিজের নাম করেছিলেন রাহুল দালাল (Rahul Dalal)।

★ লালা অমরনাথ সেরা অলরাউন্ডার পুরস্কার অর্থাৎ রঞ্জি ট্রফির সেরা অলরাউন্ডার ২০১৯-২০ পুরস্কারটি নাম করেন মনিশংকর মুরাসিংহ (Manishankar Murasingh)। ২০২১-২২ সালে শামস মুলানি (Shams Mulani)। ২০২২-২৩ সালে স্বরাংশ জৈন (Saransh Jain)।

★ লালা অমরনাথ লিমিটেড ওভার ঘরোয়া ক্রিকেটে সেরা অলরাউন্ডার হয়েছেন ২০১৯-২০ তে বাবা অপরাজিত (Baba Aparajith), ২০২০-২১ এ ঋষি ধাওয়ান (Rishi Dhawan), ২০২২-২৩ এ রিয়ান পরাগ (Riyan Parag) ।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply