You are currently viewing দু হাত ছাড়াই তিরন্দাজি তে সোনা পেয়ে ভারতের মুখ উজ্জ্বল করল ভারতের সোনার মেয়ে শীতল দেবী, করলেন বিশ্বরেকর্ড  – পড়ুন রিপোর্ট –

দু হাত ছাড়াই তিরন্দাজি তে সোনা পেয়ে ভারতের মুখ উজ্জ্বল করল ভারতের সোনার মেয়ে শীতল দেবী, করলেন বিশ্বরেকর্ড – পড়ুন রিপোর্ট –

Rate this post

ভারতের আর এক সোনার মেয়ে শীতল দেবী , দেশের মুখ উজ্জ্বল করল, ভারতের মাথায় আর একটি মুকুট পরাল । সিঙ্গাপুরের আলিম নুর সিয়াহিদাকে মহিলা কম্পাউন্ড ওপেনে প্রতিজগিতায় ১৪৪-১৪২ পয়েন্টে হারিয়ে সোনা জিতে নিয়ল নিল ভারতের শীতল দেবী । মিক্সড ইভেন্টে ও শীতল দেবী আরও একটি পদক জিতেছেন। রাকেশ কুমারের কম্পাউন্ড ওপেন মিক্সড টিম তিরন্দাজিতে এই জুটি রুপো জিতে নিয়েছেন।

এবছর এশিয়াডের ভারত দুরন্ত ফল করেছে ভারত বাকি এশিয়াডের থেকে এবছর খুব ভাল সংখ্যক জিতেছে। এবং এশিয়াডের পরই তার প্রাভব এশিয়ান প্যারা গেমসে ও পড়েছে বলে মনে করা হচ্ছে।

(responsive)

এবারের এশিয়ান প্যারা গেমসে রেকর্ড সংখ্যক পদক জিতেছে। দেশকে সোনা-রুপো-ব্রোঞ্জ এনে দিয়েছেন ভারতের এই অ্যাথলিটরা । এদের মধ্যে মধ্যেই অন্যতম মহান ভারতের এক বীর কন্যা শীতল দেবী ।

ভারতের এই বীর কন্যার বয়স মাত্র ১৬ বছর । শীতল দেবী -এর দুই হাত নেই । অথচ তিরন্দাজিতে এবার প্যারা গেমসে ২টি পদক তিনি জিতে নিয়েছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে এই প্রথম কোনও মহিলা হাতের সাহায্য ছাড়া পা দিয়েই তিরন্দাজিতে এমন নজির গড়েছেন ।

মহিলা কম্পাউন্ড ওপেনে সিঙ্গাপুরের আলিম নুর সিয়াহিদাকে ১৪৪-১৪২ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন শীতল দেবী । এছাড়া, কম্পাউন্ড ওপেন মিক্সড টিম তিরন্দাজি ইভেন্টে রাকেশ কুমারের সঙ্গে রুপো জিতেছেন তিনি ।

শীতল দেবী ভারতের জম্মু ও কাশ্মীরের রাজ্যের মেয়ে । জম্মু ও কাশ্মীরের রাজ্যের লোধিয়ার গ্রামের বাসিন্দা তিনি। ফোকোমেলিয়া নিয়ে জন্ম নেন শীতল । ফোকোমেলিয়া রোগ একটি বিরল ধরনের রোগ । ইন্ডিয়ান এক্সপ্রেসকে শীতল জানিয়েছেন, প্রথম দিকে তিনি ধনুকটাও ঠিকমতো তুলতে পারতেন না । কিন্তু, কয়েক মাস অনুশীলন করার পরে, বিষয়টা সহজ হয়ে গিয়েছে । তিনি আরও জানান, পদকগুলো শুধু তাঁর নয়, গোটা ভারতের ।

ভারতের এই বীর কন্যা তার পদক গুলি কে ভারতের নামে উৎসর্গ করে দিয়েছেন। আমরা সবাই এই বীর কন্যা সেলাম জানাই।

আপনি ও অবশ্যই এই বীর কন্যা নিয়ে কমেন্ট করে উৎসাহিত করবেন । বন্ধুরা অবশ্যই ফেসবুকে লাইক করে দেবেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply