ইংল্যান্ড হারতেই, ভারতকে ছোট করে আলটপকা মন্তব্য শুরু প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনের। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে বাড়তি সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ করেছেন। কারণ ভারত আগে থেকেই জানত যে, তারা শেষ চারে উঠলে, দ্বিতীয় সেমিফাইনাল গায়ানায় খেলবে। সুপার আটে ভারতের অবস্থান যাই হোক না কেন! এই বিষয়ে আইসিসি-কে ধুইয়ে দেন ভন। সঙ্গে ভারতকেও আক্রমণ করতে ছাড়েননি ভন। এবার পাল্টা ভনকে এক হাত নিয়ে হরভজন সিং তাঁকে নির্বোধ বলেছেন। উল্টোদিকে হাসির খোরাক করতে ছাড়েননি রবিচন্দ্রন অশ্বিন।
ভনের অভিযোগ
ভন দাবি করেছেন, গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ভারতের সেমিফাইনাল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসি অন্য দলের প্রতি অন্যায় করেছে। দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যে প্রথম সেমিফাইনালের সময়ে নিজের এক্স হ্যান্ডলে হতাশা উগরে দিয়েছেন। তিনি লিখেছিলেন, ‘অবশ্যই এই সেমিফাইনাল (আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা) ম্যাচটি গায়ানার হওয়া উচিত ছিল… কিন্তু পুরো ইভেন্টটি ভারতের দিকে তাকিয়ে তৈরি করা হয়েছে, যা অন্যদের উপর খুব অন্যায়।’
এমন কী দ্বিতীয় সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়েও তিনি সরব হন। তিনি ভারত এবং আইসিসি-কেই পরোক্ষে আক্রমণ করেন। ভারত ফাইনালে উঠতে চলেছে, বিষয়টি স্পষ্ট হওয়ার পরে ভন এক্সে দাবি করেন যে, রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি মন্থর এবং স্পিনিং উইকেটে আরও ভালো খেলেছে। তিনি লিখেছেন, ‘ভারত চূড়ান্ত ভাবে ফাইনালে ওঠার যোগ্য… এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল… এই পিচ ইংল্যান্ডের জন্য সব সময়ই কঠিন ছিল… ধীর গতির স্পিনিং পিচ ভারতের জন্য অনেক ভালো।’
ভনের মন্তব্যে একজন নেটিজেন ক্ষুব্ধ হয়েই লিখেছেন, ‘এখন আবার আপনি ভারতের সেমিফাইনাল ম্যাচটি আইসিসি গায়ানায় দেওয়ার জন্য কাঁদবেন না।’ ভন অবশ্য নিজের অবস্থানে অটল থেকে পাল্টা লিখেছেন, ‘ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করত, তবে তারা ত্রিনিদাদে সেমিফাইনাল পেত এবং আমি বিশ্বাস করি যে, সেক্ষেত্রে ইংল্যান্ড সেই ম্যাচটি জিতত.. ওরা যে যথেষ্ট ভালো খেলেনি, এই নিয়ে কোনও অভিযোগ নেই… কিন্তু গায়ানা ভারতের জন্য একটি সুন্দর ভেন্যু বাছাই হয়েছে।’
রোহিতরা যদি ওয়েস্ট ইন্ডিজে T20 বিশ্বকাপ জিতলে কত টাকা পাবেন তারা , জেনে নিন…
ক্ষোভ উগরালেন ভাজ্জি
ভনের এই মন্তব্যের সপাটে জবাব দিয়েছেন হরভজন সিং। ভাজ্জি পাল্টা ভনের উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনি কি মনে করেন গায়ানা ভারতের জন্য একটি ভালো ভেন্যু ছিল? উভয় দলই একই ভেন্যুতে খেলেছে। ইংল্যান্ড টস জিতেছিল, এটি ওদের সুবিধা ছিল। নির্বোধের মতো কথা বলা বন্ধ করুন। ইংল্যান্ড সব বিভাগে ভারতের কাছে পরাজিত হয়েছে। সত্যিটা স্বীকার করুন এবং সামনের দিকে তাকান। এই সব ভুলভাল কথা নিজের কাছেই রাখুন। যুক্তি দিয়ে কথা বলুন, বোকার মতো নয়।’
অধিনায়ক বাটলারের এই ভুল কখনও ক্ষমা করবে না ইংরেজ সমর্থকরা, এই সিধান্তগুলি নিলে হয়তো জিততেই পারত –
কটাক্ষ অশ্বিনের
ভনকে চূড়ান্ত কটাক্ষ করেছেন ভারতের তারকা স্পিনার অশ্বিনও। তিনি ভনকে হাসির খোরাক বানিয়ে লিখেছেন, ‘? 1 dx = x + C. ? a dx = ax+ C. ? xn dx = ((xn+1)/(n+1))+C ; n?1. তাই ভারত জিতেছে।
ম্যাচের সংক্ষিপ্ত ফল
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এবারের বিশ্বকাপের সেমিতে রোহিতের হাফসেঞ্চুরির হাত ধরে অক্সিজেন পায় টিম ইন্ডিয়া। রোহিত ৩৯ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। এছাড়া এদিন ৩৬ বলে ৪৭ করেছেন সূর্যকুমার যাদব। ১৩ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া। শেষ পাতে ৯ বলে অপরাজিত ১৭ রান করেন রবীন্দ্র জাদেজা এবং ৬ বলে ১০ করেন অক্ষর প্যাটেল। যা ভারতকে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রানে পৌঁছতে সাহায্য করে।