You are currently viewing রুদ্ধশ্বাস ম্যাচে-দিল্লী-র বুড়ো ইশান্ত-এর অবিশ্বাস্য শেষ ওভার মহঃ শামি-হার্দিকের গুজরাটকে মাথা নত করাল

রুদ্ধশ্বাস ম্যাচে-দিল্লী-র বুড়ো ইশান্ত-এর অবিশ্বাস্য শেষ ওভার মহঃ শামি-হার্দিকের গুজরাটকে মাথা নত করাল

Rate this post

রুদ্ধশ্বাস ম্যাচে-দিল্লী-র বুড়ো ইশান্ত-এর অবিশ্বাস্য শেষ ওভার মহঃ শামি-হার্দিকের গুজরাটকে মাথা নত করাল

রুদ্ধশ্বাস ম্যাচে-ইশান্ত শর্মা-র অবিশ্বাস্য বোলিং-এ শেষ বলে গুজরাট কে হারিয়ে ম্যাচ জিতল দিল্লী ,

মহম্মদ শামি এর দুরন্ত বোলিং এর স্যামনে প্রায় দিশেহারা হয়ে গেছিল DC এর ব্যাটসম্যান রা। তিনি একাই প্রায় অর্ধেক ইনিন্স কে শেষ করে দেন। মুলত তার দুরন্ত বোলিং উপর ভর করে DC কে অল্প রানে বেঁধে ছিল GT। এবং বাকি কাজটা করছিল অধিনায়ক হার্দিক । কিন্তু ইশান্ত শর্মা-র অবিশ্বাস্য বোলিং-এ শেষ অভারে গুজরাট কে হারিয়ে ম্যাচ জিতল দিল্লী ।

(responsive)

আজকের আইপিএল -এর এক গুরুত্ব পূর্ণ ম্যাচে GT এবং DC মুখোমুখি হয়েছিল , GT এর নিজেদের মাঠে।

নিজেদের মাঠের দর্শকদের সমর্থন -এর পূর্ণ সঠিক ব্যাবহার করে দুরন্ত বোলিং করল GT। আজকের এই খেলায় DC প্রথমে ব্যাট করে। প্রথম থেকেই খেলার রাশ GT এর হাতে চলে যায় । GT বোলার -রা প্রথম থেকেই চেপে ধরে DC কে।মহম্মদ শামি একাই একটার পর একটা উইকেট নিতে থাকে।

রুদ্ধশ্বাস ম্যাচে-দিল্লী-র বুড়ো ইশান্ত-এর অবিশ্বাস্য শেষ ওভার মহঃ শামি-হার্দিকের গুজরাটকে মাথা নত করাল

DC এর প্রথম শারির সমস্ত ব্যাটারদের প্রায় নিজেই আউট করে দেন। তিনি আজ স্বপ্নের বোলিং করেন। তিনি ৪ অভার বল করে ১১ রান দিয়ে ৪ টি উইকেট নিয়ে নেন।

তার এই দুরন্ত বোলিং এর উপর ভর করে GT , DC কে মাত্র ১৩০ রানে বেঁধে দেয়।

DC স্কোর –

DC এর 130 রানের স্কোর সামনে নিয়ে খেলতে নেমে GT এর ওপেনার রা ভাল শুরু করতে পারে নি। প্রথম দিকে GT এর দুই ওপেনার খুব তাড়াতাড়ি আউট হয়ে যান। DC এর বোলার রা দুরন্ত বল করতে থাকেন।

রুদ্ধশ্বাস ম্যাচে-ইশান্ত শর্মা-র অবিশ্বাস্য বোলিং-এ শেষ বলে গুজরাট কে হারিয়ে ম্যাচ জিতল দিল্লী

কিন্তু অধিনায়ক হার্দিক তার পর খেলা কে ধরে নেন। এবং অভিনব ও রাহুল কে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান।

কিন্ত্ DC এর বোলার রা শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যান। এবং ইশান্ত শর্মা-র অবিশ্বাস্য শেষ অভারে । GT কে পরাজয় স্বীকার করে নিতে হয়।

DC ৫ রানে ম্যাচ জিতে যায় ।

GT Score

https://www.youtube.com/watch?v=SnsbLHSfDhM

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply