You are currently viewing কে এল রাহুল ছাড়া নির্বিষ সুপার জায়ান্টস এর বীরুধে কষ্টার্জিত পেল  বিরাট-রা, কৃষ্ণপ্পা ও অমিতের দুরন্ত লড়াই –

কে এল রাহুল ছাড়া নির্বিষ সুপার জায়ান্টস এর বীরুধে কষ্টার্জিত পেল বিরাট-রা, কৃষ্ণপ্পা ও অমিতের দুরন্ত লড়াই –

Rate this post

কে এল রাহুল ছাড়া নির্বিষ সুপার জায়ান্টস এর বীরুধে কষ্টার্জিত পেল বিরাট-রা, কৃষ্ণপ্পা ও অমিতের দুরন্ত লড়াই –

নবিন উল হক ও রবি বিষনোই -এর দুরন্ত বোলিং ও বাঁচাতে পারল না কে এল রাহুল বিহিন LSG কে।

বিরাট দের ব্যাটিং এবং RCB বোলারদের দুরন্ত বোলিঙের কাছেএর কাছে মাথা নত করল LSG, এবং ঘরের মাঠে ম্যাচ হারল LSG।

(responsive)

বিরাট , ডু প্লেসেসি এর ভাল ব্যাটিং এবং সিরাজ দের দুরন্ত বোলিং উপর ভর করে LSG কে হারিয়ে দিল RCB ।

আজকের আইপিএল -এর এক গুরুত্ব পূর্ণ ম্যাচে LSG এবং RCB মুখোমুখি হয়েছিল , LSG এর নিজেদের মাঠে।

নিজেদের মাঠের দর্শকদের সমর্থন -এর পূর্ণ সঠিক ব্যাবহার করতে পারল না LSG । আজকের এই খেলায় RCB প্রথমে ব্যাট করে। প্রথম থেকেই খেলার রাশ RCB এর হাতে থাকলেও LSG এর দুরন্ত করতে শুরু করে এবং ম্যচের রাশ পরে LSG চলে যায় । LSG বোলার -রা চেপে ধরে RCB কে। বিরাট , ডু প্লেসেসি আউট হয়ে গেলে পরের দিকের RCB এর ব্যাটার রা তেমন কেউই ভাল রান করতে পারে নি।

কে এল রাহুল ছাড়া নির্বিষ সুপার জায়ান্টস এর বীরুধে কষ্টার্জিত পেল বিরাট-রা, কৃষ্ণপ্পা ও অমিতের দুরন্ত লড়াই -

LSG এর বোলার রা সবাই প্রায় দুরন্ত খেলেন, নবিন উল হক ও রবি বিষনোই, আমিত মিশ্র ছিলেন দুরন্ত।

নবিন উল হক ৩ টি উইকেট ও রবি বিষনোই ও অমিত মিশ্র নেন ২ টি করে উইকেট ।

RCB ২০ ওভারে 9 উইকেটে মাত্র 126 রান -এর ইনিংস তৈরি করে ।

RCB এর ১২৬ রানের স্কোর সামনে নিয়ে খেলতে নেমে LSG এর ওপেনার রা ভাল শুরু করতে পারে নি। প্রথম দিকে LSG এর দুই ওপেনার খুব তাড়াতাড়ি আউট হয়ে যান।

কিন্তু শেষের দিকে নবীন, রবি ও আমিত কিছুটা লড়াই করেন ।

তবে বাকিরা তেমন কেউ সহায়তা করতে পারে নি।

LSG কে ১০৮ রানে থামিয়ে দেন RCB

LSG 108 রানে থেমে যায়। RCB 18 রানে ম্যাচ জিতে যায় ।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply