You are currently viewing “এ তো আমদের কোহলির নখের সমানও নয়”, বাবর আজম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার ব্যর্থ হতেই,  ভারতীয় সমর্থকরা তাকে ভীষণ ভাবে উপহাস করতে লাগল – পড়ে নিন পুরো খবর –

“এ তো আমদের কোহলির নখের সমানও নয়”, বাবর আজম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার ব্যর্থ হতেই, ভারতীয় সমর্থকরা তাকে ভীষণ ভাবে উপহাস করতে লাগল – পড়ে নিন পুরো খবর –

Rate this post

আজ ছিল বিশ্বকাপ 2023 এর 18 তম ম্যাচ। ২০ তারিখ বেঙ্গালুরুতে বিশ্বকাপের ১৮ তম ম্যাচ পাকিস্তান এবং অস্ট্রেলিয়া এর মধ্যে খেলা হয়েছিল।আজ এই ম্যাচে পাক অধিনায়ক বাবর আজম টস জিতে নেয় এবং প্রথমে বোলিং করে ।

ব্যট করতে নেমে অস্ট্রেলিয়া দুরন্ত ব্যাট করে এবং 50 ওভারে 9 উইকেট হারিয়ে 367 রান-এর বিশাল স্কোর খাড়া করে।

(responsive)

এই লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা ভালোই পায় পাকিস্তান। কিন্তু ইমাম উল হক ও আবদুল্লাহ শফিকের আউটের পর অধিনায়ক বাবর আজমের কাছ থেকে বড় প্রত্যাশা ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনি আবারও ফ্লপ হয়ে যান।

এবং বাবর আজম ব্যর্থ হতেই ভারতীয় সমর্থকরা তাকে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ট্রোল করতে শুরু করে।

বিশ্বকাপে বাবর আজমের ফ্লপ শো অব্যাহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলায় পাকিস্তানকে মোট ৩৬৭ রান তাড়া করতে হতো। পাকিস্তানের দিক থেকে এই ম্যাচটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইমাম আউট হওয়ার পর ব্যাট করতে আসেন বাবর আজম। এবং সেই মুহূর্তে পাক দলকে জিততে হলে ওভার প্রতি ৮ রান করতে হতো ।

হয়ত এই কারণে বাবর মেরে খেলতে শুরু করেন। কিন্তু তিনি তার পরিকল্পনায় সফল হতে পারেননি এবং 14 বলে 18 রান করার পর জাম্পার ওভারে বাবর সহজ আউট হন। এতে পাকিস্তান শিবিরে শোকের ছায়া নেমে আসে।

বিশ্বকাপে বিশেষ কোনো কৃতিত্ব দেখাতে পারেননি বাবর আজম। শেষ চার ম্যাচে 5, 10, 50, 18 রানের ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাট থেকে এখনো কোনো সেঞ্চুরি দেখা যায়নি।

কারণ ভক্তরাও জানতেন শেষ অবধি দাঁড়ানো বাবরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাজে শট খেলে নিজের মূল্যবান উইকেট হারান অধিনায়ক। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ ভক্তরা। সস্তায় আউট হয়ে ভক্তদের রোষের মুখে পড়তে হয় বাবরকে।

বন্ধুরা পোস্টটিকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply