You are currently viewing ইতিহাস তৈরি করল দঃ আফ্রিকা, ২২৯ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে হুঙ্কার – কাপ এবার আমরাই নিয়ে জাব – ইংল্যান্ডকে অল-আউট করল ২২ ওভারে – দঃ আফ্রিকা খেলল অবিশ্বাস্য ভাবে

ইতিহাস তৈরি করল দঃ আফ্রিকা, ২২৯ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে হুঙ্কার – কাপ এবার আমরাই নিয়ে জাব – ইংল্যান্ডকে অল-আউট করল ২২ ওভারে – দঃ আফ্রিকা খেলল অবিশ্বাস্য ভাবে

Rate this post

বিশ্বকাপের আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে হেনরিচ ও রেজা -এর বিধ্বংসী ব্যাটিং এ ঝলসে গেল ইংল্যান্ড। তার পর জেরাল্ড ও মার্কও দের দুরন্ত বোলিং এ ইংল্যান্ড বিশাল রানে হারল।

বিশ্বকাপ ২০২৩ শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে, এবং তার পর থেকে বিশ্বকাপ ২০২৩ দুরন্ত গতিতে এগোচ্ছে, প্রতিদিন নতুন নতুন কিছু রেকর্ড তৈরি হচ্ছে। সাড়া বিশ্বের ক্রিকেট প্রেমীরা ক্রিকেট কে সুন্দর ভাবে উপভোগ করেছনে। ক্রিকেট জ্বরে সাড়া বিশ্ব এখন সত্যিই কাবু হয়ে পড়েছে।

(responsive)

আজকের বিশ্বকাপ ২০২৩ এর এক গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্থান ও অস্ট্রেলিয়ার পরস্পরের মুখোমুখি হয়েছিল । এই ম্যাচ পাকিস্থান ও অস্ট্রেলিয়ার দু জনের জন্য ছিল ভীষণ এক গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ পরের পর্যায়ে যেতে হলে এই ম্যাচ দুই জন কে জিততে হতো।

ইংল্যান্ড প্রথম ১ টি ম্যাচ জিতলে ও শেষ ২ টি ম্যাচ হেরে গেছে। দঃ আফ্রিকা ৩ ম্যাচের ভেতর ২ টি ম্যাচ জিতেছে। কোন দলই এই বিশ্বকাপ ২০২৩ দুরন্ত ফর্মে নেই। তাই তারা ও এই ম্যাচে জিতে সেমিফাইনাল কে পাকা করতে এই ম্যাচ জিততে হতো।

আজকের ম্যাচে ইংল্যান্ড টসে জিতে বল করার সিধান্ত নেয়।

দঃ আফ্রিকা দলের শুরু তে ওপেনার দই কক আউট হয়ে যায় , এর পর দঃ আফ্রিকা খেলা ধরে নেয় রেজা ও ভেন ডার দুরন্ত খেলেন । ইংল্যান্ড -এর প্রায় সব বোলার কে কচু কাটা করে দেন।

তার পরে হেনরিচ বাকি কাজটা শেষ করে দেয়। তিনি একাই ৬৭ বলে ১০৯ রান করেন।

তাকে দুরন্ত ভাবে সহায়তা করেন মার্কও তিনি করেন ৭৫ রান।

অবশ্য ইংল্যান্ড-এর টপেল কিছুটা ভাল ভাল বল করে বেশ কিছু উইকেট নিয়ে রানের গতিকে কিছুটা শ্লথ করার চেষ্টা করেন।

টপেল নেনে ৩ টি উইকেট ।

অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩৯৯ রান করে ইনিংস শেষ করে।

৩৯৯ রান সামনে নিয়ে খেলতে নেমে ইংল্যান্ড বাহিনী শুরু করে নিয়মিত ভাবে উইকেট পড়তে থাকে , দঃ আফ্রিকার পেস বোলার রা দুরন্ত বল করেন। শেষের দিকে মার্ক উড কিছুটা চেষ্টা করে ছিলেন , কিন্তু ততক্ষণে আফ্রিকা ম্যাচ বার করে নিয়েছে।

ইংল্যান্ড -এর ইনিংস ১৭০ রানে ২২ ওভারেই শেষ হয়ে যায়। দঃআফ্রিকা ২২৯ রানে ম্যাচ জিতে যায়।

বন্ধুরা পোস্টটিকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply