বিশ্বকাপ ২০২৩ অর্ধেক রাস্তা অতিক্রম করে চলে এসেছে, এই মুহূর্তে ভীষণ জমজমাট বিশ্বকাপ ২০২৩ প্রতিদিন নতুন নতুন অঘটন, নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। সমস্ত ক্রিকেট বিশ্ব তকিয়ে আছে পয়েন্ট টেবিলের দিকে। কোন ৪টি দল সেমিফাইনালে যাবে যাবে তার জন্য জমজমাট লড়াই চলছে।
পয়েন্ট টেবিলের প্রথম দিকের এক দুটি দল ছাড়া বাকি সমস্ত দলের পয়েন্টের ফারাক একবারেই কম। তাই যে কোন সময় যে কেউ উপর বা নীচের দিকে চলে আসতে পারে।
আজকের এক ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হয়েছিল। ধর্মশালা তে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড -এর আজকের খেলায় নিউজিল্যান্ড দল টসে জিতে প্রথমে বল করার সিধান্ত নেয়।
এই ম্যাচে অস্ট্রেলিয়া -র হয়ে দুরন্ত ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড এবং অস্ট্রেলিয়া ৩৮৮ রানে তাদের ইনিংস শেষ করে। এর জবাবে ভারতীয় বংশ-ভুত ব্যাটার রচিন রবিন্দ্র দুরন্ত লড়াই করেন। নিউজিল্যান্ড শেষ বল পর্যন্ত ম্যাচ কে নিয়ে যায়। অস্ট্রেলিয়া মাত্র ৫ রানে ম্যাচ হেরে যায়।
বিশ্বকাপে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়া দলকেই এই ম্যাচ জিততে হতো । না হলে পয়েন্ট টেবিলের নীচের দিকে নেমে আসবে। অস্ট্রেলিয়া দল এই ম্যাচের আগে ৪ নং স্থানে ছিল।
অপরপক্ষে নিউজিল্যান্ড অনেকটা ভাল যায়গায় আছে, তার পয়েন্ট টেবিলের ২ নং স্থানে আছে। এবং দুরন্ত ফর্মে ও খেলছে।
আজকের খেলায় অস্ট্রেলিয়া দল-এর দুই অপেনার দুরন্ত ভাবে শুরু করেন। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড দুরন্ত শুরু করে। দুই ওপেনার নিউজিল্যান্ড বোলারদের কচুকাটা করে দেন।
ডেভিড ওয়ার্নার করেন ৮১ রান, এবং ট্রেভিস হেড করেন ১০৯ রান।
পরের দিকে ম্যাক্সয়েল, ইনলিন্স, কমিন্স ঝড়ো ইনিংস খেলেন । এবং অস্ট্রেলিয়া ৩৮৮ এর বিশাল স্কোর খাড়া করে।
৩৮৮ রান সামনে নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ড খুব ভাল শুরু করেনি , দুই ওপেনার অল্প রানে আউট হয়ে যায়। কিন্তু রবিন্দ্র ও মিচেল দুরন্ত ব্যাটিং করেন।
রচিন রবিন্দ্র ৮৯ বলে ১১৬ রান করেন ৯ টি চার ও ৫ টি ছয়ের সাহাজ্যে এই রান করেন। তার আউট হয়ে যাওয়ার পর ও নিউজিল্যান্ড শেষ বল পর্যন্ত লড়াই করেন। শেষ বলে দরকার ছিল ৬ রান। কিন্তু তা আর করতে পারেন নি কিউই দল।
অস্ট্রেলিয়া শেষ বলে ম্যচ জিতে নেয়। নিউজিল্যান্ড -এর ব্যাটিং ৩৮৩ রানে শেষ হয়। অস্ট্রেলিয়া ৫ রানে জিতে যায়।
বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।
বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে –
বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে
অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।
এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।
নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।