বিশ্বকাপ ২০২৩ এর প্রথম সেমিফাইনালে আর ভারত ও নিউজিল্যান্ড খেলছিল মুম্বাই-এর অয়াখেড় স্টেডিয়ামে ।ভারতীয় সমর্থক রা আজ ভারতকে তার দেহের সমস্ত শক্তি দিয়ে সমর্থন করছে। অজেয় ভারতীয় দল আজ যে করেই হোক জিতে ফাইনালে খেলতে চাইছিল কারন কাপ নিজেদের কাছে রাখতেই হবে।
আজকের এই দুরন্ত ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নেয়। এবং ভারত অধিনায়ক প্রথমে ব্যাট করতে নেমে কিউই বোলিং কে তচনচ করে দেয়। তিনি আজ ২৯ বলে ৪৭ রান করেন। এবং তার আউট হয়ে যাওয়ার পর গিল শুরু করেন তার আসল ধ্বংসলীলা । তিনি বিরাট কে সঙ্গে নিয়ে কিউই বোলিং কে কচু কাটা করে দেন।
এর পর খেলার নিয়ন্ত্রন বিরাট ও স্রেয়াস নিজেদের হাতে নিয়ে নেন। বিরাট আজ দুরন্ত খেলেন এবং শ্রেয়স ছিল ধ্বংসাত্মক মুডে ।
আজকের ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস ছিল ভারতের ৫০ তম সেঞ্চুরি, তিনি আজ মহান ক্রিকেটার সচিন কে হারিয়ে তার ৪৯ সেঞ্চুরি টপকে গেলেন বিরাট। তিনি আজ এই ম্যাচে ১০৭ বলে ৯ টি চারের সাহাজ্যে সেঞ্চুরি করেন এবং ভারতের মুকুতে আরও একটি রেকর্ড স্থাপন করেন রান মেশিন বিরাট ।
তার খেলায় আজ কোন প্রশংসাই উপযুক্ত ছিল না। তিনি আজ ছিলেন অনন্য । পায়ে ক্রাম্প নিয়ে তিনি যে লড়াই চালিয়ে গেছেন তা এক কথায় লা জবাব । তিনি গ্রেট বিরাট । কিং কোহলি ।
শ্রেয়াস ৬৭ বলে সেঞ্চুরি করেন ।তিনি ৭০ বলে ১০৫ রান করে আউট হন । তিনি ৪ টি চার এবং ৮ টি ছয় মারেন।
কে এল রাহুল আজ এক দুরন্ত খেলা উপহার দেন। তিনি ২০ বলে করেন ৩৯ রান , তিনি ২ টি ছয় এবং ৫ টি চান করেন।
ভারত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রান করে ।