You are currently viewing “আমরা নাসিম সাহ কে মিস করব ” বললেন বাবর আজম, ভারতীয় সমর্থক রা – “যেই আসুক বা যাক হারতে তো  তোমাদের হবেই … ” – হাসির খোরাক বানালেন  ভারতীয় সমর্থক রা –

“আমরা নাসিম সাহ কে মিস করব ” বললেন বাবর আজম, ভারতীয় সমর্থক রা – “যেই আসুক বা যাক হারতে তো তোমাদের হবেই … ” – হাসির খোরাক বানালেন ভারতীয় সমর্থক রা –

Rate this post

বিশ্নকাপ ২০২৩ শুরু হয়ে গেছে ভারত দুরন্ত ভাবে এই বিশ্বকাপ শুরু করেছে। পর পর দুই ম্যাচ প্রায় অবলীলায় জিতে গেছে।

আগামী ১৪ তারিখ ভারত পাকিস্থানের আবার মহারন , তাই ওই দিন পুরো ক্রিকেট বিশ্ব আবার দুই ভাবে ভাগ হয়ে যাবে। এবং কোটি কোটি মানুষ আবার তার প্রিয় দলের জয়ের জন্য গলা ফাটাবেন ।

ভারত এই বিশ্বকাপে ভীষণ ভাল শুরু করেছে। পর পর দুই ম্যাচ জিতে তাদের মনোবল এখন তুঙ্গে। কিন্তু পাকিস্তান ও এই বিশ্বকাপে বেশ ভাল ফর্মে আছে। যদিও পাকিস্তান অধিনায়ক ভীষণ খারাপ ফর্মের ভিতর দিয়ে জাছেন । কিন্তু পাকিস্তান এর বেশ কিছু ব্যটার দুরন্ত ব্যাট করছেন।

মহঃ রিজুয়ান দুরন্ত খেলছেন এবং পাকিস্তানী অপেনেয়ার ও বেশ ভাল ফর্মে আছেন। পাকিস্তান মিদিল অর্ডার ও খুব একটা খারাপ খেলছেন না।

এবন এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তান পর পর দুটি ম্যাচ জিতে নিয়েছেন। টেবিল নিচে দেওয়া হল –

যদিও পয়েন্ট তালিকার নিরিখে ভারত ও পাকিস্তান দু জনেই দুটি করে ম্যাচ খেলে সব গুলিতে জিতেছে, নেট রান রেট এর ক্ষেত্রে ভারত বেশ কিছুটা পেছনে ফেলে দিয়েছে পাকিস্তান কে।

খেলার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই সব হিসাব অনেক বাড়বে ও কমবে ।

কিন্তু পাকিস্তান বোলার রা গত ম্যাচে খুব একটা ভাল খেলতে পারে নি। প্রায় সমস্ত বোলার রা এই মায়চে প্রচুর রান দিয়েছেন। কিন্তু ভারত পাকিস্তান খেলার আগে পাকিস্তান অধিনায়ক বলেছিলেন নাসিম সাহ -এর অভাব তারা বোধ করবেন । কারণ ভারতের বিরুধে নাসিম বেশ ভাল বল করেন। এবং এই ম্যাচে ও তিনি ভাল বল করতেন বলে পাকিস্তান সমর্থক দের আশা ছিল।

Today Match Pakistan Cricket Team Players Name list

যদিও পাকিস্তান অধিনায়কের বোলিং শক্তি নিয়ে কোন সমস্যা নেই। তিন বলেছেন বোলিং শক্তি তাদের দুরন্ত।

কিন্তু এই খবর জানার পর ভারতীয় সমর্থক রা ভীষণ ভাবে মজা করতে থাকে , তারা বলে পাকিস্তান এর যেই আসুক বা যাক পাকিস্তান হারছে এই খেলায়।

কারণ হিসাবে তারা বলছেন যে বিশ্বকাপে ভারতের বিরুধে তাদের রেকর্ড ভীষণ খারাপ। তাই এই মাচ ভারত জিতবে। এবং তার সঙ্গে ভারতীয় ব্যাটার ও বোলার রা সবাই ভীষণ ফর্মে আছেন। বিরাট ও রোহিত দুরন্ত ফর্মে খেলছেন। এবং বোলিং বিভাগে জসপ্রিত দুরন্ত বল করছেন, স্পিনার কুলদিপ, জাদেজা দুরন্ত। তাই সমর্থক রা ভাবছে ভারত জিতবেই।

এবং ভারতের জন্য তারা গলা ফাটাতে প্রস্তুত হয়ে আছেন। তা সে মাঠে গিয়ে হোক বা তিভির সামনে থেকে হোক।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply