You are currently viewing “ আমরা অলৌকিকতায় বিশ্বাস করি,  আমরা অবশ্যই সেমিফাইনালে  খেলব…”, পাক সহঃ অধিনায়ক শাদাব খান-এর হুঙ্কার দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে, বললেন অনেক বড় বড় কথা – দেশ জুড়ে তোলপাড় –

“ আমরা অলৌকিকতায় বিশ্বাস করি, আমরা অবশ্যই সেমিফাইনালে খেলব…”, পাক সহঃ অধিনায়ক শাদাব খান-এর হুঙ্কার দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে, বললেন অনেক বড় বড় কথা – দেশ জুড়ে তোলপাড় –

Rate this post

বিশ্বকাপ ২০২৩ তে ভীষণ খারাপ পারফরম্যান্স চলছে পাকিস্থানের।পাকিস্থান বিশ্বকাপ ২০২৩ তে হেরেই চলেছে। এবং এই কারনে পাকিস্থান সমর্থকদের টার্গেট হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সহ-অধিনায়ক শাদাব খান সহ পুরো টিম। শাদাব এখন পর্যন্ত 2023 সালের বিশ্বকাপে ব্যাট-বলে তেমন কিছুই করতে পারেন নি। তবে পাকিস্থান সমর্থকদের শাদাব খান-এর উপর ভীষণ ভরসা ছিল।

২৭ অক্টোবর চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ হতে চলেছে।

(responsive)

দক্ষিণ আফ্রিকার এর বিরুদ্ধে পাকিস্তান যদি হেরে যায় তবে জন্য এই প্রতিযোগিতা থেকে পাকিস্তান কে কার্যত চলে যেতে হবে। এই ম্যাচে পাকিস্তান হেরে গেলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে করাচির ফ্লাইট ধরতে হতে পারে। তবে এই ম্যাচের আগে পাকিস্তান সহ-অধিনায়ক শাদাব খান বড় ধরনের বক্তব্য দিয়েছেন সংবাদ মাধ্যম কে ।

বিশ্বকাপ 2023 এখনও পাকিস্তান ক্রিকেট দলের জন্য একবারেই ভাল যাচ্ছে না। এবং এই কারণে বার বার ভক্তদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে বাবর আজম বাহিনী কে। পাকিস্তানি খেলোয়াড়দের পারফরম্যান্সে ভীষণ রকম হতাস পাকিস্তান সমর্থকরা। বোলিং ও ব্যাটিং সব বিভাগেই হতাশ করেছে তারা।

তবে সেমিফাইনালে উঠতে পাকিস্তানকে যেকোনো মূল্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জিততেই হবে। অন্যথায় ছিটকে পড়ার সম্ভাবনা থাকতে পারে। তবে শাদাব খান আত্মবিশ্বাসী যে তার দল অবশ্যই সেমিফাইনালে উঠবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন,

“আমরা অলৌকিকতায় বিশ্বাস করি এবং আমরা আগেও এই ধরনের পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করেছি। আমাদের আশা আছে এবং আমরা সেমিফাইনালে উঠব ইনশাআল্লাহ।”

বিশ্বকাপে এখনো বিশেষ কিছু দেখাতে পারেননি শাদাব খান। গত ৫ টি ম্যাচে কোনো হাফ সেঞ্চুরির করতে পারেন নি এই পাক প্লেয়ার । গত ৫ ম্যাচে যথাক্রমে ৪০,২,৩২,০৯ রান করেছেন তিনি। যেখানে বোলিংয়ে তিনি নিয়েছেন মাত্র ৩ উইকেট। এ কারণে বিভিন্ন মহল থেকে তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে।

সমালোচনায় উত্তর দিতে তিনি বলেন, –

“আমার সমালোচনা ন্যায়সঙ্গত, আমি এই বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স করেছি এবং আমি তা মেনে নিচ্ছি। খারাপ সময় চিরকাল স্থায়ী হয় না। আমাদের দলও সব বিভাগে খারাপ পারফরম্যান্স করেছে এবং আমরা আগামী ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স নিশ্চিত করব।”

ভারতীয় সমর্থকরা অবশ্য এই মন্তব্য নিয়ে নানান রকমের মন্তব্য শুরু করেছেন , নেট মাধ্যমে তারা নান রকমের মন্তব্য করে ভরিয়ে দিচ্ছেন। আপনি ও আপনার মন্তব্য নিশ্চই করতে পারেন ফেসবুকের কমেন্ট সেকসানে ।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply