Asian Games, India Vs Afghanistan Final: এশিয়ান গেমসের ফাইনালে আজ ভারত ও আফগানিস্থান পরস্পরের মুখোমুখি হয়েছিল। সেমিফাইনালে ভারত বাংলাদেশ কে এবং আফগানিস্থান পাকিস্থান কে হারিয়ে ফাইনালে উঠেছিল ।
সোনার মেডেল পেতে সব দেশই উৎসাহিত ছিল। ভারত এবং আফগানিস্থান চাইছিল যে করেই হোক ম্যাচ কে জিততে। ভারত এই প্রতিযোগিতার প্রথম থেকেই ফেবারিট হিসাবে খেলেছিল। এবং প্রথম থেকেই প্রতি ম্যাচে খুব ভাল খেলছিল।
আবার অপর পক্ষে আফগানিস্থান সেমিফাইনালে পাকিস্থান কে হারিয়ে নিজের প্রমান করে দিয়ে ছিল যে তারাও পদক জয়ের সমান দাবিদার।
N.B –
বন্ধুরা যদি Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে চান তবে অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান। এই গ্রুপে আমরা এই বিশয়ে সমস্ত তথ্য দেব, সামনেই বিশ্বকাপ আপনারা এখান থেকে আয় করতে পারেন ।
এশিয়ান গেমস ক্রিকেটে সোনার মুকুট ভারতের
আজ এশিয়ান গেমসের ফাইনাল ম্যাচে ভারত ও আফগানিস্থান পরস্পর মুখোমুখি হয়েছিল। ভারত প্রথমে টস জিতে নেয় এবং বল করার সিদ্ধন্ত নেয়। ভারত চেয়েছিল রান তাড়া করতে।
আজ আফগানিস্থান ব্যাটার দের ভারতীয় বোলার ভীষণ আঁটসাঁট বোলিং করতে থাকে।
আজকের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্থান, কিন্তু ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় আফগানিস্থান , নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। প্রথম সারির কোন ব্যাটার ই ভাল খেলতে পারে নি।
অর্শদীপ ও রবি দুরন্ত বল করেন। দুজনেই ১ টি উইকেট নেন । শিবম দুবে ও একটি উইকেট নেন। শহবাজ আমেদ নেন ১ টি উইকেট।
সাহিদুল্লা এবং অধিনায়ক গুলবাদিন -এর তীব্র প্রতিরোধে আফগানিস্থান ৫ উইকেটে ১৮.২ ওভারে ১২৫ রান করে।
বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ হয়ে যায়।
এশিয়ান গেমস 2023-এর ফাইনাল ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়নি এবং ফাইনাল ম্যাচ চলাকালীন চীনের হাংঝোতে বৃষ্টি নেমেছিল। যার কারণে বাতিল করতে হয়েছে এশিয়ান গেমসের ফাইনাল ম্যাচ।
ঋতুরাজরা পেল সোনার পদক, আফগানিস্থান রুপো
ভারতকে এশিয়ান গেমসে স্বর্ণপদক দেওয়া হয়েছে কারণ ভারত এই টুর্নামেন্টে আফগানিস্তানের থেকে অনেক ভালো পারফরম্যান্স করেছে এবং তার সমস্ত ম্যাচ বিশাল ব্যবধানে জিতেছে এবং এই কারণেই এশিয়ান গেমসের ফাইনালে ভারতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। . ঋতুরাজ গায়কওয়াড়ের নেতৃত্বে ভারতীয় দল এশিয়ান গেমসে সোনা জিতে দেশের গৌরব বয়ে এনেছে।
আফগানিস্থান পেয়েছে রুপো। তবে খেলা হলে ভারতের দিকে যে ম্যাচ ঝুঁকে ছিল তা বলাই বাহুল্য।
বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে –
বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে
অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।
এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।
নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।