‘বাংলাদেশের পক্ষেই এটা সম্ভব”, টাইম আউট হয়ে ম্যাথিউসের বললেন “সাকিব এক নিম্ন-মানসিকতার প্লেয়ার” –

Rate this post

গত ৬ নভেম্বর সোমবার গোটা বিশ্বের ক্রিকেট প্রেমিরা এক নতুন ধরেনের অভিজ্ঞতার পেয়েছে।ক্রিকেট বিশ্বে যা কোন নিদন হয় নি তা গত ঘটে গেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা বনাম ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস (Angelo Mathews) টাইমড আউট হয়েছেন। এবং এই টাইমড আউট এর জন্য আবেদন করেন বানালদেশের অধিনায়ক সাকিব অল হাসান (Shakib Al Hasan) । এবং এই টাইমড আউট এর ঘটনা বিশ্বে এই প্রথম ঘটল এবং তা হল বিশ্বকাপের ম্যাচে।

ঘটনা টি হল যে শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস যখন ব্যাট করতে আসেন তখন তার হেলমেট ফিতে ছেঁড়া ছিল। এবং সেটা পরা জাচ্ছিল না। স্মভবত সেটা বাঁধতে গিয়ে ছিঁড়ে যায়। এর পরে তিনি তার দলের সতীর্থ কে আর একটি হেলমেট আনতে বলেন এবং নতুন হেলমেট নিয়ে নামাতে অনেকটা দেরি হয়ে যায়। এবং তা ব্যাটারদের দেওয়া নিদিষ্ট সময় পেরিয়ে যায়। সেইসময় বাংলাদেশের অধিনায়ক সাকিব অল হাসান আম্পায়ারের কাছে আবেদন করেন টাইমড আউট এর , এবং ম্যাথিউস ব্যাটিং করতে না নামায় আম্পায়ার তাকে টাইমড আউট দেন। এবং এর পরই যত বিপত্তি ঘটতে থাকে। নানা মহল থেকে নানা কথা উঠতে থাকে।

(responsive)

ম্যাচটি ৩ উইকেটে বাংলাদেশের কাছে হারতে হয় শ্রীলঙ্কাকে। এমনকি ম্যাচ শেষে খুবই দুঃখিত দেখায় ম্যাথিউসকে। তিনি প্রেস কনফারেন্সে এই বিষয়ে জানিয়েছেন, “এটা সাকিব ও বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক ছিল। তারা যদি এমন ক্রিকেট খেলতে চায়, তাহলে আমার মনে হয় মারাত্মক ভুল পথে এগোচ্ছে তারা। আজ পর্যন্ত সাকিব ও বাংলাদেশের প্রতি আমার অনেক শ্রদ্ধা ছিল। আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে, আমরা পরে সেটা আপলোড করবো।”

ম্যাথিউস কে আরও বলতে শোনা যায় – “এটা বাংলাদেশ ছিল, সেজন্যই এটা ঘটেছে, আমি মনে করি না অন্য কোনো দল হলে তারা এটা করতে পারতো।”

তিনি আরও বলেন যে “এটি আমার ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে দেখা সবচেয়ে নিম্নমানের প্রতিপক্ষ দল।”

ম্যাথিউস এর এই কথগুলি সোশ্যাল মিডিয়া তে ভীষণ ভাবে ভাইরাল। হচ্ছে।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply