You are currently viewing ব্যাট রান নেই তা সত্ত্বেও অধিনায়ক হিসেবে আবার রেকর্ড গড়ে ফেললেন রোহিত, রেকর্ডের খাতায় লিখে ফেললেন ভারতের নাম – জেনে নিন কি সেই রেকর্ড –

ব্যাট রান নেই তা সত্ত্বেও অধিনায়ক হিসেবে আবার রেকর্ড গড়ে ফেললেন রোহিত, রেকর্ডের খাতায় লিখে ফেললেন ভারতের নাম – জেনে নিন কি সেই রেকর্ড –

Rate this post

বিশ্বকাপ ২০২৩ তে ভারত টানা ৭ টি ম্যাচ জয় লাভ করল। এই বিশবকাপী ভারত এখনও পর্যন্ত কোন ম্যাচই হারে নি। ভারত তাদের ৭ নং ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে এই বিশ্বকাপের সপ্তম জয় পেয়েছে । এবং ভারতে এই জয়ের ফলে বিশ্বকাপের প্রথম দল হিসাবে সেমিফাইনালের সরাসরি যোগ্যতা অর্জন করেছে ।

ভারত তার ৭ নং ম্যাচে ৩০২ রানের বিশাল মার্জিনে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়। কিন্তু ভারত অধিনায়ক নিজে আজ খুব একটা ভাল রান করতে পারে নি, তবে একাধিক রেকর্ড নিজেদের নাম করেছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ।

(responsive)

এই ম্যাচে টসে হেরে ভারতকে প্রথমে ব্যাট করতে হয়। এবং ভারত ৫০ ওভারে ৩৫৭ রান তোলে ।কিন্তু এই রান সামনে নিয়ে খেলতে নেমে মাত্র ৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের সামনে তারা দাঁড়াতেই পারে নি। যা ৪৮ বছরের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন স্কোর। তবে উল্লেখ ভারতের কাছে কিছুদিন আগে শ্রীলঙ্কা দল এশিয়া কাপ ২০২৩ ফাইনালেও মাত্র ৫০ রানে অলআউট হয়েছিল । আজ আবারও সেই এশিয়া কাপ ফাইনালেরই যেন পুনরাবৃত্তি ঘটেছে ওয়াংখেড়েতে।

তবে শুধু আজই ৩০০ রানের ব্যবধানে ভারত জয় পেয়েছে তা কিন্তু নয়। একই বছরে এই নিয়ে দুইবার ৩০০ রানে জয়লাভ করে এক নতুন রেকর্ড নিজের নাম করেছেন সম্প্রতি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তার অধিনায়কত্বেই এই নিয়ে দুইবার ৩০০ রানের বেশি রানে জয়লাভ করেছে ভারত।

বিশ্বক্রিকেটের একমাত্র অধিনায়ক হিসাবে এই রেকর্ডটি করেছেন রোহিত। শুধু ব্যাট হাতে নয়, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েও একের পর এক বিশ্বক্রিকেটকে মুগ্ধ করা নজির গড়ছেন এই ভারতীয় কিংবদন্তি।

তবে আরও একটা কাকতলিয় ঘটনার কথা আপনাদের কে বলি এই বছরেই শুরুতে যে ভারত শ্রীলঙ্কাকেই ৩০০ রানের বেশি ব্যবধানে হারিয়েছিল। ভারতের সফরে এসে তৃতীয় ওডিআইতে ৩৯১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ৭৩ রানে আত্মসমর্পণ করেছিল শ্রীলঙ্কার দল। ওই ম্যাচে ৩১৭ রানে জয়লাভ করেছিল ভারত। আজ ফের ওই একই প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করেছে তারা।

Most Sixes in International Cricket

তবে এই রেকর্ড করার জন্য অন্যদের সঙ্গে রোহিত ও অবশ্যই বাহবা পেতে পারে ।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply