You are currently viewing “বুমরাহ ভীষণ চতুর বোলার, বিশ্বের সেরাদের একজন …..” –  ওয়াশিম আকরাম পাকিস্থানের সেরা বোলার কে তুলোধোনা করতে গিয়ে প্রশংসায় ভরালেন ভারতের জসপ্রিত কে – বিস্তারিত রিপোর্ট পড়ুন –

“বুমরাহ ভীষণ চতুর বোলার, বিশ্বের সেরাদের একজন …..” – ওয়াশিম আকরাম পাকিস্থানের সেরা বোলার কে তুলোধোনা করতে গিয়ে প্রশংসায় ভরালেন ভারতের জসপ্রিত কে – বিস্তারিত রিপোর্ট পড়ুন –

Rate this post

বিশ্বকাপ শুরু হয়ে গেছে , প্রতি দল অপর দলের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে নিজের দলের জিত আনতে চাইছে। সবাই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকতে চাইছে। তাই প্রতি ম্যাচে তুল্যমূল্য লড়াই হচ্ছে। ১৪ তারিখ শনিবার বিশ্বকাপ ২০২৩ তে ভারতের কাছে লজ্জার হার হারতে হয়েছে পাকিস্তানকে।

তবে আপনারা জানেন যে বিশ্বকাপে এই ঘটনা কিন্তু নতুন নয়, এর আগেও ৭ বার পাক দল বিশ্বকাপে ভারতের কাছে হেরেছে। এই ম্যাচ হারের কারণে নানা সমালোচনার মুখে পড়তে হচ্ছে পাকিস্তান ক্রিকেটকে। এমনকি পাকিস্তান ক্রিকেটারদেরও ছেড়ে কথা বলেননি প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররাও।

(responsive)

প্রাক্তন পাক অধিনায়ক ওয়াশিম আকরাম তাদের মধ্যে একজন। তিনি পাকিস্তানের ক্রিকেট তথা বিশ্বের ক্রিকেট ইতিহাসে এক সেরা বোলার হিসাবে অভিহিত। তিনি পাকিস্থানের সর্বসেরা বোলার হিসাবে বিখ্যাত। এই কিংবদন্তি ভারতের কাছে হারের পর সম্প্রতি পাকিস্তান দলের ডানহাতি পেসার হ্যারিস রাউফকে খুব কঠিন ভাবে সমালোচনা করেছেন।

তবে তার সঙ্গে সঙ্গে ওয়াশিম আকরাম ভারতের বর্তমান এক নম্বর বোলার জসপ্রীত বুমরাহ -র নান প্রসঙ্গ তুলে প্রচুর প্রশংসাও করেছেন।

এ স্পোর্টসের এক কথোপকথনে প্রাক্তন পাক পেসার বুমরাহ সম্পর্কে প্রচুর প্রশংসা করছেন , তিনি বলেছেন, “জসপ্রীত বুমরাহ হলেন একজন চতুর বোলার, বিশ্বের সেরাদের একজন। তিনি যখন শুরুতে কোনোরকম সুইং পাচ্ছিলেন না, তখন তিনি কয়েকটি চার ও খেয়েছিলেন কিন্তু তারপরে রানের গতিকে তিনি নিয়ন্ত্রন করার চেষ্টা করেছিলেন। সব সময় চেয়েছিলেন স্টাম্প – স্টাম্প বল করতে। “

বেশ কিছু উদাহরণ দিয়ে ওয়াশিম আকরাম আরও বলেন যে – ” রিজওয়ানকে আউট করার জন্য যে বলটি ছিল, সেটি ছিল স্লোইয়ার । যে বলে শাদাব খান আউট হয়েছেন , ওই ডেলিভারিতে যে কোনো ব্যাটার আউট হয়ে যেত।”

প্রাক্তন পাক অধিনায়ক হ্যারিস রাউফকে নিয়ে বলেছেন, “আমি এখানে কথা বলছি একজন বোলারের অ্যাটিটিউড সম্পর্কে। আমি বলতে চাইছি হ্যারিস রাউফ সম্পর্কে, এবং তার বিরুদ্ধে এমন কিছুই নয় কারণ তিনি পাকিস্তানের একজন প্রধান বোলার। আমি মনে করি তিনি তখনই উইকেট তুলবেন যখন ব্যাটাররা তার দিকে যাবে। আমি তাকে কখনো বল সুইং করতে বা সুইং বল করে বুমরাহের মতোউইকেট নিতে দেখিনি। তার গতি আছে কিন্তু একদিনের ক্রিকেটে তাকে তার লেন্থের দিকে নজর দিতে হবে।”

আমদের মনে হয় বুমরাহের ধারে পাশেও হ্যারিস রাউফ-এর বোলিং কে রাখা যাবে না। বুমরাহ অনেক ভাল বোলার, ওয়াশিম আকরাম সুন্দরভাবে এই সত্যটি বলে দিয়েছেন। বন্ধুরা আপিনও যদি একমত হন তবে কিন্তু এই পোস্ট টি তে অবশ্যই একটা লাইক দেবন। আর কোন মন্তব্য থাকলে কমেন্ট করবেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply