দাদা (সৌরভ) ভবিষ্যৎবাণী করে দিলেন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে, প্রথম টেস্ট-এর শেষ দিন জানিয়ে দিলেন সিরিজের ফলাফল- জেনে নিন পুরো রিপোর্ট –

Rate this post

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ভীষণ একটা ভাল জায়গায় পৌঁছে গেছে । ইংল্যান্ড প্রথম ম্যাচে জিতলে ও পরের ম্যাচ যে সুবিধের হবে না তা তারা জানে।

শুরু হয়ে গেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ (India vs England Test Series)। প্রথম ম্যাচের ৪ নং দিনে ইংল্যান্ড জয় তুলে নিয়েছে। তবে অনেকেই সিরিজ শুরুর আগে মনে করতেন, যে ভারত অনায়াসে এই সিরিজ ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে।

(responsive)

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের খেলা দেখার পরে ভারত ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে, এই ধারণাটা অনেকের বদলেছে। কিন্তু এখনো সেই ধারণাই পোষণ করেছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। দাদার মতে, সিরিজ যে করেই হোক ভারত ৪-০ কিংবা ৫-০ তে হোয়াইটওয়াশ করবে। এই মুহুর্তে দাঁড়িয়ে এটা অসম্ভব, এমনও নয়। এর জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমী মানুষদের। তবে এই মুহূর্তে সিরিজ ভারত ০-১ পিছিয়ে। তবে দাদার কথা মত বাকি সব ম্যাচই ভারত জিতবে।

দাদা একটি সংবাদমাধ্যমকে বলেছেন, “ভারত সিরিজ জিতবে, ব্যাপার হল তারা ৪-০ বা ৫-০ তে জিতবে কিনা। প্রতিটি টেস্ট ম্যাচই হবে নির্ণায়ক। ইংল্যান্ড ভালো ব্যাটিং করলে এই টেস্ট ম্যাচ জিততে পারে। ভারতের মাটিতে ২৩০ বা ২৪০ রান করে কেউ ভারতের বিরুদ্ধে জিততে পারেনি। তারা ৩৫০ বা ৪০০ রান করতে পারলে ভারতকে হারাতে পারত, কিন্তু তারা তা করতে পারেনি। ইংল্যান্ডের জন্য এটি একটি কঠিন সিরিজ। এই যুগে অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোনো দল পারেনি ভারতে এসে কোনো প্রভাব তৈরি করতে।”

ম্যাচ শেষ হওয়ার পর দাদা আর কিছু বলেন নি। তবে সবার ধারনা প্রথম ম্যাচ হারলে ও সিরিজ ভারত জয়লাভ করবে। সে ইংল্যান্ডকে হোয়াইটওয়্যাশ করেই হোক না কেন। কারণ, তারা বিগত এক যুগ ফহরে ভারতের মাটিতে তেমন সাফল্যতা অর্জন করতে পারেনি। এই বিষয়গুলি দেখে ফের আশা বাঁধছেন ভক্তরা।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply