You are currently viewing ‘ ইংল্যান্ড বোর্ডের দেওয়া আজীবন নিষেধাজ্ঞা  উঠাতে  BCCI ও মোদিজি যেন সাহায্য করেন…..’,  পাকিস্তানি ক্রিকেটার এর আকুতি  ভারতের কাছে – জেনে নিন পুরো রিপোর্ট –

‘ ইংল্যান্ড বোর্ডের দেওয়া আজীবন নিষেধাজ্ঞা উঠাতে BCCI ও মোদিজি যেন সাহায্য করেন…..’, পাকিস্তানি ক্রিকেটার এর আকুতি ভারতের কাছে – জেনে নিন পুরো রিপোর্ট –

Rate this post

বিশ্বকাপে 2023 তে পাকিস্তান দল এর খারাপ পারফরমেন্স বজায় আছে, একের একের পর এক ম্যাচে তারা হারছে। এবং সমস্ত মহল থেকে পাকিস্থান দল সমালোচনার মুখে পড়ছে । এর মধ্যেই প্রাক্তন পাকিস্তানের ক্রিকেটার দ্যানিশ কানেরিয়ার নতুন এক একাধিক বিতর্কিত মন্তব্য পুরো বিশ্বের ক্রিকেট মহল কে নড়িয়ে দিয়েছে।

অতিসম্প্রতি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কাছে সাহায্য চেয়েছেন।

(responsive)

তবে আপনারা হয়ত সবাই জানেন যে দ্যানিশ কানেরিয়া মামা অনিল দলপতের ছিল পাকিস্তানের হিন্দু ক্রিকেটার, এবং তার পর পাকিস্থানের হয়ে খেলা একমাত্র দ্বিতীয় হিন্দু ক্রিকেটার দ্যানিশ কানেরিয়া। তবে আমরা এর আগেও দেখেছি দ্যানিশ কানেরিয়া বার বার ধর্ম বৈষম্যের শিকার হয়েছিলেন বলে সরব হয়েছেন।

নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দ্যানিশ লেখেন, “ড্রেসিং রুম হোক খেলার মাঠ বা খাবার টেবিল হোক, ধর্ম পরিবর্তনের প্ররোচনার ঘটনা আমার সাথে প্রতিদিনই ঘটত।”

তবে দ্যানিশ কানেরিয়া-এর বিরুধে সবচেয়ে বড় অভিযোগ ছিল ২০১২ সালে মারভিন ওয়েস্টফিল্ডের (Mervyn Westfield) সাথে জড়িত স্পট-ফিক্সিং মামলায় দুর্নীতির। এই মামলায় তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর পাকিস্তানের দুরন্ত লেগস্পিনার কে (ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ) ইসিবি-র আওতাধীন যেকোনো ক্রিকেট থেকে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা দেওয়া হয়েছে।তবে দ্যানিশ কানেরিয়া সম্প্রতি এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতের প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে আবেদন করে দ্যানিশ কানেরিয়া বলেন, –

“আমি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিসিসিআই-এর কাছে আবেদন করতে চাই যাতে ইসিবি আমার উপর আরোপিত নিষেধাজ্ঞা অপসারণ করার জন্য সাহায্য করে।”

তবে দ্যানিশ কানেরিয়া বিশ্ব ক্রিকেটে এক দুরন্ত লেগ স্পিনার হিসাবে বিখ্যাত। তিনি পাকিস্তানের হয়ে ৬১ টি টেস্ট ম্যাচে খেলেছেন এবং এই ৬১ টি টেস্ট ম্যাচে তিনি ২৬১ টি উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি ১৮ টি একদিনের ম্যাচ খেলে ১৫ টি উইকেট পেয়েছেন।

অন্যদিকে পাকিস্তান এই বছর বিশ্বকাপে ৫ ম্যাচের মধ্যে মাত্র ২ টিতে জয়লাভ করে এখন পয়েন্ট তালিকায় ৫ নম্বরে জায়গা পেয়েছে। টুর্নামেন্টের শেষ ম্যাচে বাবর আজমের (Babar Azam) নেতৃত্বাধীন পাক বাহিনী আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হারের সম্মুখীন হয়। এরপরেই বিশেষজ্ঞ থেকে সমর্থকরা পাকিস্তানের ক্রিকেট দলের সমালোচনায় মেতে উঠেছেন। দ্যানিশ কানেরিয়া এই বিষয়ে কড়া আক্রমণ করে বলেন, “বাবর আজম শুধু তাই করবেন যা কাগজে লিখে তাকে দেওয়া হবে। ও আর কিছু জানে না। বাবর চাপের মুখে ব্যাট করতে পারে না।”

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply