You are currently viewing হার্দিকদের দুরমুস করে IPL এর ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ল SRH- সম্পূর্ণ রিপোর্ট

হার্দিকদের দুরমুস করে IPL এর ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ল SRH- সম্পূর্ণ রিপোর্ট

Rate this post

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর অষ্টম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ রেকর্ড তৈরি করল, IPL এর ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড তৈরি করল SRH. ওপেনার ট্রাভিস হেড (Travis Head) আজ বেধড়ক পেটালো কুয়েনা এমফাকা (Kwena Maphaka) কে। মুম্বাইয়ের হয়ে আইপিএল অভিষেক হওয়া এমফাকার দ্বিতীয় ওভারে ২২ রান নেন ট্রাভিস। এরপর ১৭ বছর বয়সী এই বোলার এতটাই ভেঙে পড়েন যে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া দৌড়ে যান তার কাছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজের বোলিং দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো কুইনা সানরাইজার্সের বিরুদ্ধে আজ ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেছিলেন।

এরপর কুয়েনার দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে মাত্র দুই রান এসেছিল, কিন্তু তারপর ট্রাভিস এমন ঝোড়ো ব্যাটিং শুরু করেন যে মুম্বই অধিনায়ক হার্দিক-সহ সব খেলোয়াড়ই নড়েচড়ে বসেন। কারণ কুয়েনার ওভারের শেষ চার বলে হেড ২টি চার ও ২টি ছক্কা হাঁকান। এভাবেই আইপিএল কেরিয়ারের প্রথম ম্যাচেই কুয়েনার অবস্থা সঙ্কটজনক করে তোলেন হেড।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে এই ম্যাচে সানরাইজার্সের ব্যাটসম্যানরা প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করে। মায়াঙ্ক আগারঅয়াল তাড়াতাড়ি আউট হলেও ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা মুম্বইয়ের বোলারদের প্রচণ্ড পেটান।।

আজ মাত্র ১৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক শর্মা। ২৩ বলে ৬৩ রান করেন অভিষেক। এর আগে ২৪ বলে ৬২ রান করেন ট্রাভিস হেড। ১৮ বলে ফিফটি পূর্ণ করেন ট্রাভিস। ট্রাভিস তার ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা মারেন।

SRH ২৭৭ রানে নিজেদের ইনিংস শেষ করেন। MI এর কোন বোলারই ভাল বল করতে পারে নি। সমস্ত বোলারদের কচুকাটা করেন SRH ব্যাটার রা।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply