ICC প্রতি বছরের শেষে বর্ষসেরা দল ঘোষণা করে। প্লেয়ারদের পারফরম্যান্স -এর উপর নির্ভর করে এই দল স্থির করা হয় । এবছর ও ২০২৩ এর শেষে T20 দল বেছে নিল আইসিসি। আর সেই দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সূর্য ছাড়াও আরও মোট চার ভারতীয় ওই দলে সুযোগ পেলেন। রোহিত শর্মা, বিরাট কোহলি ও জসপ্রীত বুমরার মতো বড় প্লেয়াররা সুযোগ পাননি। প্রথম একাদশে উঠে এলেন রবি বিষ্ণোই, যশস্বী জয়সওয়াল ও আর্শদীপ সিং।
আইসিসি-র বর্ষসেরা টিমে ব্যাটিং অর্ডারে শুরুতেই যশস্বী ও সূর্য। তিন নম্বরে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট। চার নম্বরে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। কিউয়ি ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান পাঁচ নম্বরে আছেন।
এই বছরই T20 বিশ্বকাপ। এই বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে কে নেতৃত্ব দেবেন এখনও ঠিক হয়নি। তার আগে বর্ষসেরা দলে সূর্যকুমার অধিনায়ক হওয়ায় নতুন সম্ভাবনা তৈরি হল।
বর্ষসেরা দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ফিল সল্ট, নিকোলাস পুরান, মার্ক চাপম্যান, সিকান্দার রাজা, আল্পেশ রামজানি, মার্ক অ্যাডায়ের, রবি বিষ্ণোই, রিচার্ড নাগ্রাভা, আর্শদীপ সিং।