You are currently viewing ‘শাহীন সাধারণ বোলার’, ও কে নিয়ে বেশী আলোচনা করার দরকার নেই ……” – পাক দলের ভারতের কাছে লজ্জাস্কর হারের পর রবি শাস্ত্রীর কঠিন সমালোচনা –

‘শাহীন সাধারণ বোলার’, ও কে নিয়ে বেশী আলোচনা করার দরকার নেই ……” – পাক দলের ভারতের কাছে লজ্জাস্কর হারের পর রবি শাস্ত্রীর কঠিন সমালোচনা –

Rate this post

বিশ্বকাপ ২০২৩ ক্রিকেট শুরু হয়ে গেছে এবং প্রতিদিন বেশ কিছু দুর্দান্ত ঘটনা ঘটে যাচ্ছে। গতকাল বিশ্বকাপ এর সব চেয়ে বড় অঘটন ঘটিয়ে ইংল্যান্ড কে আফগান দল হারিয়ে দিয়েছে। এক কথায় বিশ্বকাপ জমে উঠেছে।

বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ প্রতিটি ক্রিকেট সমর্থক দুরন্ত ম্যাচ দেখার আশায় ছিলেন। এবং ভারতীয় সমর্থকরা দুরন্ত ভাবে ম্যাচ কে উপভোগ করেছেন। পাকিস্তানি বোলিং আক্রমণ নিয়ে সবার বেশ আশা ছিল কিন্তু পাকিস্থানি বোলিং সবাই কে নিরাশা করেছে। যদিও বিশেষজ্ঞদের মত অনুযায়ী পাকিস্তানের বোলিং আক্রমণ কিছুটা হলেও ভারতীয় দলকে চাপের মধ্যে রেখেছিলো।

এশিয়া কাপের গ্ৰুপ পর্বে তারকা পাক বোলার শাহীন শাহ আফ্রিদি ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপে তিনি পাক সমর্থকদের সম্পূর্ণ হতাশ করেছেন। এই সম্পর্কে ভারতীয় দুরন্ত ব্যাটিং এর বিপক্ষে তার পারফরমেন্স দেখে কিংবদন্তি ক্রিকেটার রবি শাস্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

১৪ তারিখ ভারতের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১৯১ রান সংগ্রহ করে। এই রান তাড়া নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিল (Shubman Gill) প্রথম থেকেই পাক বোলারদের কচুকাটা করতে থাকেন। যদিও গিল তাড়াতাড়ি আউট হয়ে যান কিন্তু রোহিত ভয়ঙ্কর হয়ে ওঠেন।

ভারতীয় ব্যাটসম্যানদের বল করতে পাক বোলাররা রীতিমতো হিমসিম খেতে হয়। শাহীন আফ্রিদি ৬ ওভারে ৩৬ রান দিয়ে ২ টি উইকেট তুলে নিলেও ততক্ষণে ম্যাচ পাক বাহিনীদের হাতের বাইরে চলে যায়। অন্যদিকে আরও এক তারকা পেসার হারিস রাউফ (Haris Rauf) কোনো উইকেট সংগ্রহ করতে পারেননি।

এবার ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রবি শাস্ত্রী, পাক বোলার শাহীন আফ্রিদিকে নিয়ে উন্মাদনার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

তিনি বলেন, – ”শাহীন শাহ আফ্রিদি ওয়াসিম আকরাম নন। শাহীন একজন ভালো বোলার কিন্তু তাকে নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। যখন সে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে তখন জোর করে বলার দরকার নেই সে একজন অবিশ্বাস্য বোলার।” এখনও পর্যন্ত এই বিশ্বকাপে আফ্রিদি ৩ টি ম্যাচে মাত্র ৪ টি উইকেট সংগ্রহ করেছেন।

অন্যদিকে ভারতের জসপ্রীত বুমরাহ এর সঙ্গে শাহীন শাহ আফ্রিদি যদি বিশ্বকাপে পারফরমেন্স এর কথা তুলে ধরি তবে জসপ্রীত এর পারফরমেন্স কয়েক গুন ভাল। তিনি ৩ ম্যাচে ৮ টি উইকেট সংগ্রহ করে এই বছর বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় শীর্ষে আছেন। পাকিস্তান বিশ্বকাপে ভারতের কাছে হারের আগে পরপর ২ টো ম্যাচে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেয়। এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে পাক বাহিনী ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত এই বছর বিশ্বকাপে জয় তুলে নিতে পেরিনি।

বন্ধুরা অবশ্যই পোস্ট টি তে লাইক দিতে কিন্তু ভুলবেন না। মন্তব্য থাকলে অবশ্যই শেয়ার করবেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply