You are currently viewing অস্ট্রেলিয়া কে ২৪ রানে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারত, বিদায়ের মুখে অস্ট্রেলিয়া –

অস্ট্রেলিয়া কে ২৪ রানে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারত, বিদায়ের মুখে অস্ট্রেলিয়া –

Rate this post

এ-গ্রুপের চারটি ম্যাচের মধ্যে ৩টিতে জয় তুলে নেয় ভারত। টিম ইন্ডিয়ার ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার এইট রাউন্ডের যোগ্যতা অর্জন করে ভারত। রোহিত শর্মারা সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে হারিয়ে দেন আফগানিস্তানকে। পরে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ভারত উড়িয়ে দেয় বাংলাদেশকে। এবার সুপার এইট রাউন্ডের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। অজিরা গ্রুপ লিগে তাদের চারটি ম্যাচেই জয় তুলে নেয়। পরে সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারালেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। এবার সেন্ট লুসিয়ায় ভারতের কাছে হেরে বসায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয় অস্ট্রেলিয়ার সামনে। দাপুটে জয়ে ভারত শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলে।

শেষ ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। ওভারে ৪ রান ওঠে। ভারতের ৫ উইকেটে ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮১ রানে আটকে যায়। ২৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া খাদের কিনারায় গিয়ে ঠেকে। আফগানিস্তান শেষ ম্যাচে বাংলাদেশকে হারালে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে ভারতের সঙ্গে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে আফগানিস্তান। কামিন্স ১১ ও স্টার্ক ৪ রানে নট-আউট থাকেন। হার্দিক ৪ ওভারে ৪৭ রান খরচ করেন।

(responsive)

অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। আর তার ফলে অজিদের ভাগ্য ঝুলে রইল আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের উপরে। সেই ম্যাচের উপরে নির্ভর করছে যে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের গ্রুপ ‘১’ থেকে কারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাবে। তবে অস্ট্রেলিয়ার জন্য একটাই ভালো বিষয় যে হেরে গেলেও ভারতের বিরুদ্ধে ১৭৬ রানের বেশি তুলতে পেরেছে। যদি সেটা না পারত, তাহলে অস্ট্রেলিয়ার নেট রানরেট নেমে যেত আফগানিস্তানের নীচে। সেক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তান হেরে গেলেও সেমিতে উঠে যেতে পারত। কিন্তু এখন সেমিফাইনালে উঠতে গেলে শেষ ম্যাচে আফগানিস্তানকে জিততেই হবে। আর জিততেই সেমিতে উঠে যাবেন আফগানরা। ছিটকে যাবে অস্ট্রেলিয়া। তবে এখন বাংলাদেশের সামনেও সেমিতে যাওয়ার রাস্তা খোলা যাবে।

আফগানিস্তান-বাংলাদেশের ম্যাচের ফল কী হলে কারা সেমিতে যাবে?

১) আফগানিস্তান জিতল: আফগানিস্তান জিতে গেলে চার পয়েন্টে পৌঁছে যাবে। অস্ট্রেলিয়া দু’পয়েন্টেই থাকবে। শূন্য থাকবে বাংলাদেশের ঝুলিতে। ফলে ভারতের সঙ্গে সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান।

২) আফগানিস্তান হেরে গেল: আফগানিস্তান হেরে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। কারণ নেট রানরেটের নিরিখে অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে আছে। ফলে কোনও সুযোগ পাবে না। তবে আফগানিস্তান হারের ব্যবধানের উপর নির্ভর করবে যে অস্ট্রেলিয়া নাকি বাংলাদেশ সেমিফাইনালে যাবে।

বাংলাদেশ কীভাবে জিতলে সেমিফাইনালে যাবে?

১) প্রথমে ব্যাট করে বাংলাদেশ যদি ৬২ রান বা তার বেশি রানে জেতে, তাহলে অস্ট্রেলিয়ার থেকে নেট রানরেট বেশি হবে। আর তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাবে। 

২)  বাংলাদেশ রান তাড়া করলে ১২ ওভারের মধ্যে ১১০ রান তাড়া করে জিততে হবে। ১২.২ ওভারের মধ্যে তাড়া করতে হবে ১৩০ রান। 

৩) বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে ৬১ রানে জেতে, তাহলে অস্ট্রেলিয়া এবং টাইগারদের নেট রানরেট একই হবে। যেহেতু অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল, তাই অজিরা সেমিতে চলে যাবেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply