You are currently viewing জাহির খান, শ্রীনাথকে টপকে বিশ্বকাপের  ইতিহাসে ভারতের  মহঃ শামি গড়লেন নতুন রেকর্ড  – জেনে নিন পুরো রিপোর্ট  –

জাহির খান, শ্রীনাথকে টপকে বিশ্বকাপের ইতিহাসে ভারতের মহঃ শামি গড়লেন নতুন রেকর্ড – জেনে নিন পুরো রিপোর্ট –

Rate this post

বিশ্বকাপ ২০২৩ কে ভারতীয় সমর্থকরা দুরন্ত ভাবে উপভোগ করছেন । ভারতীয় দল এখনও পর্যন্ত অজেয় হিসাবে খেলে চলেছে। আজ ভারত তাদের ৭ নং ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছিল। এই ম্যাচ নিয়ে বেশ কয়েকদিন ধরেই অনেক প্রত্যাশা ছিল ভারতীয় ভক্তদের। ম্যাচ শুরু হতেই তা চোখে পড়ে। কারন এশিয়া কাপে ভারত খুব বাজে হারিয়ে ছিল শ্রীলঙ্কাকে।

আজ রোহিত ভাল কিছু না করতে পারলেও ভারতীয় ব্যাটিং কে এগিয়ে নিয়ে যায় শুভমান গিল , বিরাট কোহলি , এবং শ্রেয়াস আইয়ার । এরা তিন জনেই বড় ইনিংস খেলে ভারতের স্কোর ৩৫৭ রানে নিয়ে যায়। কিন্তু ম্যাচে সবার নজর কেড়ে নেন মোহাম্মদ শামি ।

(responsive)

৩৫৮ রানের বিশাল লক্ষ্য নিয়ে খেলতে নেমে প্রথম থেকেই বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই নিশাঙ্কাকে প্যাভিলিয়নে ফেরান বুমরাহ । জসপ্রিত ও আজ দুরন্ত বল করেন।

এর পরের ওভারে থেমে থাকেননি সিরাজও । পরের ওভারেই দুই উইকেট সহ মেডেন ওভার শ্রীলঙ্কার দলের কোমর ভেঙে দেন।

তবে দশম ওভারে বল করতে এসে বিধ্বংসী বোলিং শুরু করেন। ইতিমধ্যেই দুই ম্যাচে ৯ টি উইকেট ছিল‌ তার নামে। আজ নিজের প্রথম ওভারে পরপর দুটি উইকেট নিয়ে নিজের নামের পাশে জোড়েন আরো উইকেট সংখ্যা।

আজ তিনি ৫ টি উইকেট নিয়ে শ্রীলঙ্কা দলের সমাধি তৈরি করে দেন। এই বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয় বার পাঁচ উইকেট নিলেন শামি।

এবং এর সাথে জাহির খান এবং জাভাগাল শ্রীনাথের মতো লেজেন্ডদের টপকে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন তিনি। মাত্র ১৪ ম্যাচ খেলে ৪৫ টি উইকেট শামির নামে। এর আগে জাহির খান ২৩ টি বিশ্বকাপ‌ ম্যাচে ৪৪ টি এবং শ্রীনাথ ৩২ টি ম্যাচে ৪৪টি উইকেট নিয়েছিলেন।

ভারতীয় পেস ব্রিগেডের তিনমূর্তির দুরন্ত পারফরমেন্সে আজ ভারত শ্রীলংকাকে রেকর্ড ৩০৮ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply