ডেভন কনয়ে ও রচিন রবীন্দ্র এর ধ্বংস লীলায়, বিশ্ব-চাম্পিয়ন ইংল্যান্ড কে উড়িয়ে নিয়ে সাত সমুদ্র দূরে টেমস নদীতে নিয়ে ফেলল গত বারের রানার্স নিউজিল্যান্ড
New Zealand Vs England : আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ড – নিউজিল্যান্ড পরস্পর মুখোমুখি হয়েছিল। ম্যাচের আগে সবাই ভেবেছিল আজ এক তুল্য,মুল্য ম্যাচ দেখবে সারা বিশ্ব।
নিউজিল্যান্ড গতবারের প্রতিশোধ নিয়ে ছাড়বে।নিউজিল্যান্ড কার্যত বেশ কয়েকদিন ধরেই হুঙ্কার দিচ্ছিল। তারা শেষ দেখে ছাড়বে। নিউজিল্যান্ড আজ ইংল্যান্ড কে গোহারান হারিয়ে ছাড়ল ।
আজকের খেলায় প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড, কিন্তু ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় ইংল্যান্ড , নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। প্রথম সারির কোন ব্যাটার ই ভাল খেলতে পারে নি।
জে রুট ও বাটলার -এর তীব্র প্রতিরোধে ইংল্যান্ড ৯ উইকেটে ২৮২ রান করে।
বাকি কোন ব্যাটার ভাল রান করতে পারে নি। নিউজিল্যান্ড এর বোলাররা প্রথম থেকেই খেলা নিজে দের হাতে রেখেছিল।
নিউজিল্যান্ড এর প্রায় সব বোলার ই খুব ভাল বল করেন। তবে সানটনার ও ফিলিপ খুব ভাল বল করেন। দুইজনেই ২টি করে উইকেট নেন।
২৮২ রান সামনে নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ড এর কওনয়ে ও রাভিন্দ্র ঝড়ে উড়ে যায় ইংল্যান্ড ।ইংল্যান্ডের কোন বোলার ই এই দুই ব্যাটারের সামনে দাঁড়াতে পারে নি।
যদিও নিউজিল্যান্ড প্রথমেই ইয়ং এর উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে গিয়েছিল। কিন্তু তাঁর পর শুরু হয় কওনয়ে ও রাভিন্দ্র ঝড়।
কওনয়ে ১২১ বলে ১৫২ রান করেন। তিনি – ১৯ টি চার ও ৩ টি ছয় মারেন।
রবীন্দ্র করেন ৯৬ বলে ১২৩ রান, তিনি ১১ টি ৪ ও ৫ টি ছয় মারেন।
নিউজিল্যান্ড মাত্র ৩৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়।
স্কোর –
ইংল্যান্ড –
নিউজিল্যান্ড স্কোর –