You are currently viewing পাকিস্থান- ব্যাটিং এর কঙ্কাল-সার চেহারা বেরিয়ে পড়ল নেদারল্যান্ড-এর বোলিং-এর সামনেও , অনেকের মতে – এ-দল বেশী দূর যাবে না। – বিস্তারিত রিপোর্ট পড়ুন –

পাকিস্থান- ব্যাটিং এর কঙ্কাল-সার চেহারা বেরিয়ে পড়ল নেদারল্যান্ড-এর বোলিং-এর সামনেও , অনেকের মতে – এ-দল বেশী দূর যাবে না। – বিস্তারিত রিপোর্ট পড়ুন –

Rate this post

Pakistan Vs Netherlands : আজ বিশ্বকাপের ২য় ম্যাচে পাকিস্থান- নেদারল্যান্ড পরস্পর মুখোমুখি হয়েছিল। ম্যাচের আগে সবাই ভেবেছিল আজ একপেষে হবে। কারণ নেদারল্যান্ড থেকে পাকিস্থান অনেক বেশী শক্তিশালী ছিল।

(responsive)

কিন্তু সাম্প্রতিক পাকিস্থান-এর ফর্ম একেবারেই ভাল ছিল না। তারা এশিয়া কাপে ভীষণ ভাবে খারাপ খেলেছিল । যদি ও বা প্রস্তুতি ম্যাচে তারা ভাল খেলেছে।

আজকের খেলায় নেদারল্যান্ড টসে জিতে পাকিস্থান কে ব্যাট করতে পাঠায় । এবং প্রথমে ব্যাট করতে নামে পাকিস্থান, কিন্তু ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় পাকিস্থান , দুই অপেনার ফাকর ও ইমাম কেউই ভাল খেলতে পারে নি, এবং তাঁর পর বাবর আজম আজ একবারে খেলতে পারে নি। তিনি আজ মাত্র ৫ রানে আউট হয়ে যান।

নেদারল্যান্ড এর বোলার রা খুব ভাল বল করে। কিন্তু এর পর রিজয়ান ও সাকিল পাকিস্থানের হয়ে খুব ভাল খেলেন। দুজনেই ৬৮ রান করেন।

পাকিস্থান এর ইনিংস ৪৯ ওভারে ২৮৬ রানে শেষ হয়ে যায়।

আজকের খেলায় পাকিস্থান খারাপ অবস্থা বেরিয়ে পড়ে। প্রথম সারির ব্যাটার রা আবার ব্যর্থ , পাকিস্থান সমর্থকরা আশা করেছিল নেদারল্যান্ড মত সহজ দলের বিরুধে পাকিস্থান ব্যাটাররা ৪ , ৬ এর ফুলঝুরি ফোটাবেন । কিন্তু সব আশায় জল ঢেলেছেন পাক ব্যাটার রা।

২৬৮ রান সামনে নিয়ে খেলতে নেমে নেদারল্যান্ড বেশ ভাল শুরু করে কিন্তু পাকিস্থান -এর দুরন্ত বোলিং এর সামনে নেদারল্যান্ড দুরন্ত লড়াই চালায়।

বিক্রিমজিত ৫২ রান , এবং লেড ৬৭ রান করেন।

পাকিস্থান- পেস আক্রমণের সামনে নেদারল্যান্ড-এর লড়াই থেমে যায় 205 রানে।

হারিশ রাউফ ৩ টি এবং হাসান ২ টি উইকেট নেন।

পাকিস্থান রানে 81 ম্যাচ জিতে নেয়।

স্কোর –

Pakistan Score –

Netherlands Score –

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply