You are currently viewing ‘গম্ভীর আছে তাই নারিনের দলে জায়গা নিয়ে ভয় নেই’ –  রবিন উথাপ্পার কটাক্ষ, বললেন আরও অনেক কিছু

‘গম্ভীর আছে তাই নারিনের দলে জায়গা নিয়ে ভয় নেই’ – রবিন উথাপ্পার কটাক্ষ, বললেন আরও অনেক কিছু

Rate this post

কলকাতা নাইট রাইডার্স IPL এঁর ইতিহাসে বহু রেকর্ড এঁর সম্মুখীন হয়েছে। ২ বারের চ্যাম্পিয়ন KKR দল আইপিএলের অন্যতম সফল একটি ফ্রাঞ্চাইজি দল। IPL এর প্রথম বছর থেকে এই দলের হয়ে বহু তারকা ক্রিকেটার অংশগ্রহণ করেছেন। এই বছর আইপিএলেও (IPL 2024) নাইট বাহিনী ধারাবাহিকভাবে জয় দিয়ে যাত্রা শুরু করে। তবে গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কলকাতার ব্যাটিং বিপর্যয় দেখে অনেকেই হতাশ হয়েছেন। এবার দলের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা (Robin Uthappa) সুনীল নারিনের (Sunil Narine) প্রসঙ্গ এনে নাইট কর্মকর্তাদের কটাক্ষ করলেন।

এবারের IPL 24 এ KKR এর মেন্টর নিজুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। তিনি এবার সুনীল নারিনকে ওপেনিং -এ খেলাছেন। এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন ওপেনিং করতে এসে আবারও দুরন্ত ফর্মে ফিরে এসেছেন। তবে গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ভালো শুরু করার চেষ্টা করলেও এই ক্যারিবিয়ান তারকা ব্যর্থ হন। তিনি মাত্র ২০ বলে ২ টি ছয় এবং ৩ টি চারের মাধ্যমে ২৭ রান করে মাঠের বাইরে চলে যান। এরপর নাইট বাহিনী ব্যটিং বিপর্যয়ের মুখে পড়ে। একে একে তরুণ ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার আউট হয়ে দলকে চাপের মুখে ফেলে দেন। ওপেনিং ল্যাপ্স করার পর KKR এর মিডিল অর্ডার আর দাঁড়াতে পারে নি।

(responsive)

এর ফলে কলকাতা প্রথম ইনিংসে মাত্র ১৩৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এরপরেই রবিন উথাপ্পা একাধিক মন্তব্য সামনে আসে। তিনি বলেন, “নারিন এতো ভালো ব্যাটিং করছে কারণ গৌতম গম্ভীর ফিরে আসার কারণে ব্যর্থ হলেও তার দলে জায়গা হারানোর ভয় নেই। এটা ২০১৭ সালের পরের সময়ের মতো পরিস্থিতি নয়।” উল্লেখ্য ২০১৭ আইপিএলের পর কলকাতা দলে একাধিক পরিবর্তন আনা হয়েছিল সেই সময় উথাপ্পা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

গতকালের ব্যাটিং পারফরমেন্স নিয়ে তিনি নাইট ব্যাটসম্যানদের বিষয়ে বলেন, “আপনি অঙ্গকৃষ রঘুবংশীকে দোষ দিতে পারেন না। সে একজন তরুণ ক্রিকেটার। অঙ্গকৃষকে আরও অনুশীলনের মাধ্যমে পরিপক্ক হতে হবে, ও শিখবে এবং বড়ো হবে। তবে পরের উইকেটগুলো কলকাতা খুব সহজভাবে হারায় এর ফলে দল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে।” উল্লেখ্য চেন্নাইয়ের বিপক্ষে হারার পরেও কলকাতা বর্তমানে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় ২ নম্বর স্থান ধরে রেখেছে।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply