You are currently viewing রঘু, ভারতীয় টিমের  আনসাং হিরো – সারাক্ষণ পুরো মাঠ দৌড়ে সবার জুতোর কাদা পরিষ্কার করে যাচ্ছেন, নাহলে যে বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো ভারতীয় প্লেয়ার-এর – কে ইনি? কি কাজ তার পড়ুন বিস্তারিত

রঘু, ভারতীয় টিমের আনসাং হিরো – সারাক্ষণ পুরো মাঠ দৌড়ে সবার জুতোর কাদা পরিষ্কার করে যাচ্ছেন, নাহলে যে বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো ভারতীয় প্লেয়ার-এর – কে ইনি? কি কাজ তার পড়ুন বিস্তারিত

Rate this post

বিশ্বকাপ ২০২৩ চলছে জোর কদমে, ভারত এই বিশ্বকাপ ২০২৩ দুরন্ত ফর্মে খেলছে। আজ বিশ্বকাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত খেলছিল নিউজিল্যান্ড -এর সঙ্গে । ২২ তারিখ ভারত – নিউজিল্যান্ড ধর্মশালা-র মাঠে পরস্পরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচ দুই জনের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ ছিল , কারণ দুই দলই এখনও পর্যন্ত বিশ্বকাপ ২০২৩ কোন ম্যাচ হারেনি। দুই দলই পয়েন্ট তালিকায় উপরে দুটি জায়গা দখল করে আছে।

তাই আজকের ম্যাচ সব দলই জিতে নিজেদের মনোবল ঠিক রাখতে চেয়েছিল। এবং দুই দলি চেয়েছিল যে তারা পয়েন্ট তালিকায় উপরে থাকবে। তাই লড়াই যে তুল্য মুল্য হবে টা আর বলার ছিল না।

(responsive)

N.B –

বন্ধুরা যদি Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে চান তবে অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান। এই গ্রুপে আমরা এই বিশয়ে সমস্ত তথ্য দেব, সামনেই বিশ্বকাপ আপনারা এখান থেকে আয় করতে পারেন ।

কিন্তু ধর্মশালা-র এই মাঠের একটা সমস্যা ছিল যে ভীষণ কুয়াশা এই মাঠে সন্ধ্যের সময় পড়ছিল। কুয়াশা এর ভাগ এতটাই ছিল যে মাঠ ও কাদা হয়ে যাচ্ছিল কুশার জন্য।

মাঠ যদি কুয়াশার জন্য বেশী কাদা হয় তবে ব্যাটার বা ফিল্ডার দুই জনের জন্য ভীষণ বিপদজনক হতে পারে। কারণ দৌড়নোর সময় যদি জুতোর নীচে যে স্পাইক থাকে তা যদি কাদাতে ঢেকে যায় তবে পা পিছলে দুর্ঘটনা হওয়ার সুযোগ অনেক বেশী থাকে।

তাই এই কারনে নিয়মিত জুতোর নীচের স্পাইক পরিষ্কার করতে হয়। ভারতীয় দলের Staff , রঘু এই কাজটি জত্ন সহকারে করে যাচিল পুরো খেলাটি জুড়ে।

বিশেষ করে যখন ভারত ব্যাট করছিল তখন রান নেওয়ার জন্য ভারতীয় ব্যাটারা দৌড়নোর সময় প্রায় জুতোর নীচে কাদা জমে যাচ্ছিল এবং রঘু সবসময় অবলীলায় এই জুতো পরিষ্কার করে দিচ্ছিল।

আমরা যখন ভারতীয় দল ভাল খেলে বা যেতে তখন আমরা প্লেয়ারদের নিয়ে প্রচুর উচ্ছাস করি , কিন্তু এই সমস্ত লোকেরা সর্বক্ষণ প্লেয়ারদের ভাল ভাবে খেলা উপহার দেওয়ার জন্য প্রচুর পরিশ্রম করে থাকেন, কিন্তু আমরা অনেকেই এদের খেয়াল রাখি না।

ভারতীয় দলের এই সাফল্যের জন্য এই সমস্ত হিরোদের অবদান অপরিসীম , এদের কৃতিত্ব ভারতীয় সমর্থকরা কোনদিন ভুলতে পারবে ন।

এরা আমাদের টিমের আনসাং হিরো এদের কে শতকটি নমস্কার , সেলাম।

বন্ধুরা আমি জানি আপনারা হয়ত অনেকেই এই রঘু কে চেনেন, তাও আবার একবার রঘুর জন্য সবাই কিন্তু একটা করে লাইক দেবেন, এবং রঘু সম্পর্কে অবশ্যই কোন ভাল কমেন্ট করবেন।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply