You are currently viewing ‘এই ঘটনা অজয় জাদেজার জন্য সম্ভব হয়েছে’, পাকিস্তান ও ইংল্যান্ড কে আফগানিস্তান হারিয়ে বিশ্বকাপে অঘটন ঘটাতেই মাস্টার-বালস্টার শচীন, আফগান মেন্টর অজয় জাদেজাকে নিয়ে অনেক কিছু বললেন –

‘এই ঘটনা অজয় জাদেজার জন্য সম্ভব হয়েছে’, পাকিস্তান ও ইংল্যান্ড কে আফগানিস্তান হারিয়ে বিশ্বকাপে অঘটন ঘটাতেই মাস্টার-বালস্টার শচীন, আফগান মেন্টর অজয় জাদেজাকে নিয়ে অনেক কিছু বললেন –

Rate this post

বিশ্বকাপ ২০২৩ কে অনেকে বলছে অঘটনের বিশ্বকাপ, এই বিশ্বকাপে অঘটন ঘটতেই আছে। বিশ্ব ক্রিকেটের পেছনের সারির দল আফগানিস্থান গত বারের চাম্পিয়ন ইংল্যান্ড কে হারানোর পর পাকিস্থান কে হারিয়ে দিয়েছে।

ক্রিকেট বিশ্বে জারা পেছেনের সারিতে ছিল তারা সেরা পারফরমেন্স দিয়ে সকলকে চমকে দিচ্ছে। এই বছর বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং আফগানিস্তানের মতো দেশ শুধুমাত্র অংশগ্রহণ করে ক্রে থেমে থাকে নি, তারা বিশ্ব ক্রিকেট কে জাবাব দিচ্ছে যে তাদেরকে নিয়েও ও এবার বাকিদের ভাবনা চিন্তা করতে হবে ।

(responsive)

তবে এই সমস্ত অঘটনে ভারতীয়দের যে লম্বা হাত ও মস্তিষ্ক আছে তা আমরা পরে জানতে পারছি। পাকিস্তানকে হারানোর পর এবার আফগানিস্তানের সাফল্যের পিছনে ভারতীয় কিংবদন্তির ক্রিকেটার এর প্রসঙ্গ নিয়ে বিশ্ব ক্রিকেটের মাস্টার- বালস্টার শচীন তেন্ডুলকার অনেক গুলি কথা বলেছেন।

গত ২৩ অক্টোবর বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে পাকিস্তান এবং আফগানিস্তানের বিরুধে খেলছিল। এই ম্যাচ দুই দলের বিরুধে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে । আফগান বোলার তাদের দুরন্ত বোলিং উপহার দেন। এই রান তাড়া করতে নেমে আফগানিস্তানের ব্যাটাররা চূড়ান্ত ফর্মে ব্যাট করেন। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান , ও রহমত সাহ দুরন্ত ব্যাটিং করেন।গুরবাজ ৬৫ এবং ইব্রাহিম ৮৭ রান করেন।

রহমত শাহের অপরাজিত ৭৭ আফগানিস্তান কে জেতাতে সহায়তা করে । অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদির অপরাজিত ৪৮ রানে আফগানিস্তান পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে এক ঐতিহাসিক জয় এনে দেয়।

আবার বোলিং বিভাগের কথা ধরলে তবে প্রথম ইনিংসে আফগান বোলাররা দুরন্ত বল করেন। আফগান স্পিনার নূর আহমদ ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে সবাই কে চমকে দেয়। আর এক স্পিনার রসিদ দুরন্ত বোলিং করেন।

তবে আফগানিস্তানের এই সাফল্যের পিছনে শচীন তেন্ডুলকার অজয় জাদেজাকে অনেকটা কৃতিত্ব দিলেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা বর্তমানে আফগানিস্তান দলের মেন্টর (পরামর্শদাতা) এবং কোচেদের সাহায্য করছেন।

শচীন তেন্ডুলকার ঐতিহাসিক জয়ের বিষয়ে নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লেখেন,

“এই বিশ্বকাপে আফগানিস্তান অসামান্য পারফরম্যান্স করছে। ব্যাট হাতে তাদের শৃঙ্খলা, তারা যে মনোভাব দেখিয়েছে এবং তাদের আক্রমণাত্মক রান নেওয়া, কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে। এটি সম্ভবত জনাব অজয় জাদেজার প্রভাবের কারণে হতে পারে (হাসি)। একটি শক্তিশালী বোলিং আক্রমণের সঙ্গে ইংল্যান্ড এবং পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে তাদের জয় একটি নতুন আফগানিস্তান দলের উত্থানের ইঙ্গিত দেয়। এই দলটির ওপর বিশ্ব ক্রিকেটের নজর রয়েছে।”

বিশেষজ্ঞদের মত অনুযায়ী অজয় জাদেজা যেমন একজন প্রকৃত All-Rounder ছিলেন, তিনি এই আফগান দলের ভেতরে সেই ভাবতা ঢুকিয়ে দিয়েছেন। তাই তারা তাদের ক্ষমতার বাইরে গিয়ে ও সাফল্য নিয়ে আসছেন ।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply