You are currently viewing ভারত বিশ্বকাপ ঘরে তুলুক বা না তুলুক, বিশ্বকাপের পরেই ছুটি রাহুল দ্রাবিড়ের, নতুন হেড কোচ দায়িত্ব নেবেন   অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে……….

ভারত বিশ্বকাপ ঘরে তুলুক বা না তুলুক, বিশ্বকাপের পরেই ছুটি রাহুল দ্রাবিড়ের, নতুন হেড কোচ দায়িত্ব নেবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে……….

3/5 - (2 votes)

ভারতীয় টিমের দুরন্ত পারফরমেন্স অব্যাহত। ভারতীয় টিমের খেলা দেখে মনে , এই ভারতীয় তিমকে হারনো ভীষণ মুশকিল। বিশ্বকাপের আগে ভারতীয় এশিয়া কাপ জিতেছে। শুধু যে কাপ জিতেছে তা নয়। বাকি দলদের কে নাস্তা নাবুদ করে হারিয়েছে এই দল।

এমনকি চলতি বিশ্বকাপে ও ভারতের জয়ের ধারা অব্যাহত। এখনো পর্যন্ত একটিও ম্যাচ হারেনি ভারতীয় দল। তাই সমস্ত ভারতীয় সমর্থক এবারে আশায় বুক বেঁধে রেখেছে যে ভারতীয় দল কাপ জিতবে।

(responsive)

তবে এই সমস্ত কিছুর জন্য ভারতীয় দলের হেড কচের অবদান একটুও কম নয়। এই সবকিছুর জন্য প্রধান কোচ রাহুল দ্রাবিড়-এর সবাই জয়গান গাইছে।

তবে এই মুহুর্তে ভারতীয় সমর্থকদের জন্য বড় খবর আছে। সুত্রের মারফত খবর অনুযায়ী বিশ্বকাপ শেষ হওয়ার পর ভারতীয় হেড কোচের পরিবর্তন হচ্ছে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) কে হেড কোচ হিসাবে নিজুক্ত করা হচ্ছে ।

সূত্রের খবর অনুযায়ী বর্তমান ভারতীয় হেড কোচ রাহুল দ্রাবিড় দীর্ঘদিন ধরে এক নাগাড়ে কাজ করে চলেছেন। এবং রাহুল দ্রাবিড় তাই বিশ্বকাপের পর কিছুদিন ছুটি চাইছেন। এবং এই জন্য বিশ্বকাপ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে তিনি বিশ্রামে যাবেন । এবং এর পরেই আছে দক্ষিণ আফ্রিকা সফর খবর অনুযায়ী এই দক্ষিণ আফ্রিকা সফরের মাঝা মাঝিই ফিরতে পারেন দ্রাবিড়। তাই মাঝে এই ফাঁকা সময়ে দলের কোচিংয়ের দায়িত্ব পেতে চলেছেন লক্ষণ। যদিও এই বিষয় লক্ষ্মণের কাছে নতুন কিছু নয়, এর আগে দ্রাবিড় সিরিজ গুলিতে যখন যখন বিশ্রাম নিয়েছেন, সবসময়েই দলের কোচিং ভার সামলেছেন তিনি।

তবে আবার সংবাদ সংস্থা পিটিআই সূত্র মারফত নতুন একটি খবর উঠে আসছে, যেখান থেকে আবার একটু অন্য রকমের খবর পাওয়া যাচ্ছে । পিটিআই সূত্র খবর অনুযায়ী বিশ্বকাপের পরেই রহুলের কোচিংয়ের পদ-এর মেয়াদ শেষ হয়ে যাবে। তবে ভারতীয় বোর্ডের মতে দ্রাবিড় যদি চান, তিনি পুনরায় আবদন করে আবার কোচিং -এর কাজ করে যেতে পারেন। কিন্তু দ্রাবিড় নিজেই কিছুদিন আগে জানিয়েছিলেন, কোচিংয়ের কারণে তাকে সবসময় একদেশ থেকে অন্যদেশে দলের সাথে ভ্রমণ করতে হয়, যার কারণে তিনি পরিবারকে ঠিকঠাক সময় দিতে পারেন না।

যদি এমনটা হয়, তাহলে কোচিং করানোর নতুন কোচের আবেদনের দিক বাকিদের থেকে অনেক এগিয়ে রয়েছেন দ্রাবিড়ের সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। এছাড়া তার কোচিংয়েই ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে জিতেছে ভারত। অন্যদিকে চীনের মাটিতে এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেটে তার কোচিংকালেই সোনা জিতেছে ভারতীয় দল। রাহুল দ্রাবিড় কোচিংয়ের আবেদন না জানালে, তার পরিবর্তে ভিভিএস লক্ষ্মণকেই দেখছে বিসিসিআই।

তবে বিষয়টি পুরোটাই ঝুলে আছে রাহুল দ্রাবিড়ের উপর । এখন ভারতীয় বোর্ড কোন মতেই রাহুল কে ছাড়তে চাইছে না। আবার দলের সিনিয়র প্লেয়াররা ও রাহুল সঙ্গেই থাকতে চাইছে। বিশেষ করে রহিত, বিরাট সহ বেশীরভাগ প্লেয়ারদের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক ভীষণ ভাল।

এবং এটা অস্বীকার করার কারুরই খমতা নেই যে রাহুল এক সুত্রে পুরো দলটা কে বেঁধে ফেলেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন Mr. Dependable ( রাহুল)কি সিন্ধান্ত নেয় তার উপর ।

তবে বেশীরভাগ ভারতীয় সমর্থকরা চাইছেন যে রাহুল দ্রাবিড় যেন ভারতীয় দলের কোচ থেকে যান। এবং ভারতীয় দলের খেলা কে আরও ভাল যায়গায় পৌঁছে দেন।

আপনার যদি তাই মত থাকে তবে অবশ্যই পোস্ট টি কে লাইক করবেন এবং কমেন্ট করবেন ।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply