১১২ বলে অপরাজিত ১০২ রান- জন্মদিনের দু’দিনের মাথায় চেন্নাইয়ে রবিচন্দ্রন অশ্বিন দুর্দান্ত একটা ইনিংস খেললেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারত যখন প্রবল চাপে ছিল, তখন সেই দুর্দান্ত ‘কাউন্টার-অ্যাটাকিং’ ইনিংস খেললেন ভারতীয় তারকা। আর সেই ইনিংসের সুবাদে কোন কোন রেকর্ড গড়লেন অশ্বিন?
1/5টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বিরল রেকর্ডের মালিক হলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনিই প্রথম ক্রিকেটার, যিনি টেস্টে ৫০ রানের গণ্ডি পেরিয়েছেন ২০ বার। আর ৩০ বাবের বেশি পাঁচ উইকেট নিয়েছেন। টেস্টে অশ্বিনের শতরানের সংখ্যা ছয়। আর অর্ধশতরানের সংখ্যা হল ১৪। অন্যদিকে, টেস্টের এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৬ বার।
2/5টেস্টে ৫০০-র বেশি উইকেট নেওয়া খেলোয়াড়দের মোট শতরানের সংখ্যা হল আট। আর সেই আটটির মধ্যে ছ’টি শতরানই করেছেন অশ্বিন। একটি শতরান করেছিলেন অনিল কুম্বলে। অপরটি করেছিলেন স্টুয়ার্ড ব্রড। আর টেস্টের ইতিহাসে ৫০০-র বেশি উইকেট নিয়েছেন ন’জন। তাঁরা হলেন – মুথাইয়া মুরলীধরন, শেন ওয়ার্ন, জেমস অ্যান্ডারসন, কুম্বলে, ব্রড, গ্লেন ম্যাকগ্রাথ, নাথান লিয়ন, কোর্টনি ওয়ালশ এবং অশ্বিন।
3/5টেস্টে কোনও একটি নির্দিষ্ট মাঠে একাধিক শতরান এবং একাধিকবার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় যুক্ত হয়েছেন অশ্বিন। সেই ‘ডবল’ রেকর্ডের তালিকায় মোট পাঁচজন আছেন। তাঁদের মধ্যে একজন হলেন অশ্বিন। বৃহস্পতিবারের আগেও নিজের ‘হোমগ্রাউন্ড’ চিপকে সেঞ্চুরি করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন। এবার বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন। আর চেন্নাইয়ে চারবার পাঁচ বা বেশি উইকেট নিয়েছেন।
4/5টেস্টে আট নম্বর বা তার নীচে ব্যাটিং করে সর্বাধিক শতরানের তালিকায় দুইয়ে উঠে এলেন অশ্বিন। তিনি আট নম্বর বা তার নীচে ব্যাটিং করে চারটি শতরান করেছেন। শীর্ষে আছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেত্তোরি। তিনি আট নম্বর বা নীচে ব্যাটিং করতে নেমে পাঁচটি শতরান করেছিলেন।
5/5আর চেন্নাইয়ের দুর্দান্ত ইনিংসের পরে অশ্বিন বলেন, ‘নিজের মাঠের দর্শকদের সামনে খেলতে সবসময় ভালো লাগে। এই মাঠটাকে আমি খুব ভালোবাসি।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘এরকম ইনিংস খেললে ভালো লাগে। টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে আসায় আরও সুবিধা হয়েছে। ব্যাটিংটা ভালো করতে আরও খেটেছি। শট খেলার উপরে জোর দিয়েছি।’