You are currently viewing রিঙ্কু সিং, ক্রিকেটার কেকেআর জীবনী IPL 2023, বেতন , মোট আয় | Rinku Singh, KKR Cricketer Biography IPL 2023, Salary, Net Worth

রিঙ্কু সিং, ক্রিকেটার কেকেআর জীবনী IPL 2023, বেতন , মোট আয় | Rinku Singh, KKR Cricketer Biography IPL 2023, Salary, Net Worth

Rate this post

Table of Contents

রিঙ্কু সিং জীবন পরিচয়, জীবনী, ক্রিকেটার, রেকর্ড, IPL 2023, জাত, ধর্ম, সমাজ, তিনি কোথায় থাকেন, উচ্চতা, ব্যাটিং, রিঙ্কু সিং-এর জন্ম ।

রিঙ্কু সিং, ভারতের এক নতুন ক্রিকেট প্রতিভা।রিঙ্কু সিং গত কয়েক বছর ধরে ভারতীয় ঘরোয়া সার্কিটে খেলেন দুরন্ত খেলা উপহার দিয়েছেন।

রিঙ্কু সিং ভারতীয় পেশাদার ক্রিকেটার , তিনি ভারতীয় ক্রিকেটে বাঁহাতি ব্যাটসম্যান এবং তার সঙ্গে সঙ্গে পার্ট টাইম বোলার হিসাবে খেলে থাকেন। তবে রিঙ্কু সিং বাম হাতি ব্যাটার হলে কি হবে তিনি বোলিং টা ডান হাত দিয়ে করেন , তিনি ডান হাতি অফ ব্রেক বোলার বিশেষ পরিচিত।

তিনি ভারতীয় ক্রিকেটের ঘরোয়া সার্কিটে উত্তর প্রদেশ রাজ্যের হয়ে খেলেন এবং ভারতীয় ক্রিকেট লিগ আইপিএল এ কেকেআর -এর হয়ে খেলেন।

রিঙ্কু সিং জীবনী

নামরিঙ্কু সিং
জন্ম12 October 1997
জন্মস্থানAligarh, Uttar Pradesh, India
বয়স২৫ বছর
মাবিনা দেবী
পিতাখানচান্দ সিং ( একজন LPG ডেলিভারি ম্যান )
আয় ইনকাম ( Net Worth)60-70 lacs
পড়াশুনাClass IX ( as per source)
কোচKKR Coach
ক্রিকেট র‍্যাঙ্কিগ (Ranking)Not Available
পেশাক্রিকেট খেলা
ধর্মহিন্দু
জাতি
রিঙ্কু সিং, ক্রিকেটার কেকেআর জীবনী IPL 2023, বেতন , মোট আয় | Rinku Singh, KKR Cricketer Biography IPL 2023, Salary, Net Worth

রিঙ্কু সিং IPL 2023 Price

রিঙ্কু সিং গত 2 বছর থেকে কলকাতার দলে খেলছেন । ২০২৩ সালে রিঙ্কু সিং কে কেকেআর ৫৫ লাখ টাকার বিনিময়ে চুক্তি করে । তাই রিঙ্কু সিং IPL 2023 Price হচ্ছে ৫৫ লাখ।

রিঙ্কু সিং জন্ম ও পরিবার

রিঙ্কু সিং ভারতের এই প্রতিভাবান দুরন্ত খেলোয়াড় , ভারতের উত্তর প্রদেশের আলীগড়ে 12 অক্টোবর 1997 সালে জন্মগ্রহণ করেন। রিঙ্কু সিং এক খুবই সাধারন পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন , তার পিতার নাম ছিল খানচান্দ সিং, এবং মায়ের নাম ছিল বীণা দেবী ।

রিঙ্কু সিং -এর পিতা একজন সাধারন LPG Gas ডে লিভারি ম্যান ছিলনে। এই অতি সামান্য পরিবার থেকে উঠে আসা এই তরুণ ক্রিকেটার এখন উত্তরপ্রদেশ রাজ্যের ও IPL 2023 এর কেকেআর দলের অন্যতম বড় ভরসা ।

রিঙ্কু সিং শিক্ষা ( Education of Rinku Singh )

রিঙ্কু সিং , ভারতের এই প্রিতিভাবান ক্রিকেটার এবং কেকেআর এর দুরন্ত ক্রিকেটার ক্রিকেটে দুরন্ত হলেও পড়াশুনা তে কিন্তু খুব একটা মনযোগী ছিলেন না ছোট বেলা থেকে। তিনি ক্লাস ৯ (Class IX) পর্যন্ত পড়াশুনা করেছেন ।

ছোটবেলা থেকে পড়াশুনাতে অমনোযোগী হওয়ার কারনে তারা বাবা তাকে ক্রিকেট খেলার কথা বলেন , কারন ক্রিকেট ছিল তার ছোট থেকেই প্রাণ ।

রিঙ্কু সিং বর্তমান দল (Rinku Singh Current Teams in Bengali)

রিঙ্কু সিং বর্তমান দল হল কেকেআর বা কলকাতা নাইট রাইডারস । গত ৫ বছর থেকে রিঙ্কু সিং এই দলে খেলছেন।

রিঙ্কু সিং কোচ

রিঙ্কু সিং এই মুহূর্তে KKR দলের হয়ে খেলছেন । তাই কেকেআর দলের কোচিং এ তিনি এখন খেলেন।

রিঙ্কু সিং এর ভাই বোন

রিঙ্কু সিং তার পিতা মাতার ৩য় সন্তান । রিঙ্কু সিং এর মোট ৫ ভাই বোন আছে । রিঙ্কু সিং এর এক ভাই এর নাম জিতু সিং , এবং বোন এর নাম নেহা ।

রিঙ্কু সিং বয়স

রিঙ্কু সিং এর জন্ম ১৯৯৭ সালে । সেই অর্থে রিঙ্কু সিং এখন ২৫ বছরের এক যুবক ।

রিঙ্কু সিং কোন রাজ্যের প্লেয়ার

রিঙ্কু সিং ভারতের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতাতে উত্তরপ্রদেশ রাজ্যের হয়ে খেলেন। এবং রিঙ্কু সিং ভারতের সবচেয়ে বড় ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল-এ কেকেআর এর হয়ে খেলে থাকেন।

রিঙ্কু সিং ক্যারিয়ার

রিঙ্কু সিং ভারতের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতাতে উত্তরপ্রদেশ রাজ্যের হয়ে খেলেন।

এবং সবচেয়ে বড় ক্রিকেট লিগ আইপিএলেপ্রতিযোগিতায় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন।

রিঙ্কু সিং ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব-16-, অনূর্ধ্ব-19 এবং অনূর্ধ্ব-23-তেও খেলেছেন।

রিঙ্কু সিং ভারতীয় দলের হয়ে বাঁহাতি মারকুটে ব্যাটসম্যান এবং ডানহাতি অফ ব্রেক বোলার। খেলেছেন।

রিঙ্কু সিং 2016-17 মরসুমে রঞ্জি ট্রফিতে উত্তর প্রদেশের হয়ে 5 নভেম্বর 2016-এ প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলেন।

রিঙ্কু সিং আইপিএল ক্যারিয়ার

রিঙ্কু সিং -এর ঘোরোয়া ম্যাচে দুরন্ত খেলার পর , রিঙ্কু সিং এর ভাগ্যে আইপিএল -এর শিকে ছিঁড়ে যায় । রিঙ্কু সিং আইপিএল -এ প্রথেম ২০১৭ সালে কিংস ইলেভেন পাঞ্জাব দলে 10 লক্ষ টাকায় সিলেক্ট হন । যদিও তিনি এই টুর্নামেন্টে তেমন সুযোগ পাননি ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 10 তম সংস্করণে 2018 সালে কলকাতার দল কলকাতা নাইট রাইডার্স তাকে ৮০ লক্ষ টাকায় কিনেছিল।

রহমানুল্লাহ গুরবাজ, ক্রিকেটার জীবনী, জন্ম, স্ত্রী, ফ্যামিলি, বেতন , মোট আয় 

এটা ছিল খুব দারুন ব্যাপার কারন তিনি তার বেস প্রাইস থেকে চারগুণ বেশি দাম পেয়েছিলেন৷ তার বেশ প্রাইস স্থির করা হয়েছিল 20 লক্ষ টাকা।

তবে কলকাতা দলে রিঙ্কু সিং যে খুব বেশি সুযোগ পেয়েছেন তা নয় তবে তিনি যেটুকু সুযোগ পেয়েছেন তাতে তিনি তার খেলা কে মেলে ধরছেন । তিনি ওই মরসুমে সীমিত সুযোগ-এ মোট 9টি খেলা খেলেছেন এবং 66 রান করেছেন।

রিঙ্কু সিংহ-এর পরিসংখ্যান

রিঙ্কু সিংহ-এর পরিসংখ্যান অর্থাৎ তার ক্রিকেট কেরিয়ার, রিঙ্কু সিং এখনও ভারতীয় দলে জায়গা পান নি।

রিঙ্কু সিং আইপিএল ব্যাটিং ক্যারিয়ার

Batting Career Summary

MInnNORunsHSAvgBFSR100200504s6s
IPL171532514220.92193130.05000239

Bowling Career Summary

MInnBRunsWktsBBIBBMEconAvgSR5W10W
IPL17

রিঙ্কু সিং নেট ওয়ার্থ

রিঙ্কু সিং ক্রিকেট খেলে প্রচুর টাকা আয় করছেন । তিনি তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে গত কয়েক বছর ধরে অনেক টাকা আয় করছেন এবং উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ভাল টাকা আয় করেন । রিঙ্কু সিং এর নেট ওয়ার্থ আনুমানিক 7.5 কোটি টাকা থেকে ১০ কোটি টাকা।

রিঙ্কু সিং বেতন (rinku singh ipl salary in Bengali)-

2017 রিংকু সিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে -এর অভিজান কিংস ইলেভেন পাঞ্জাবের -এর হয়ে শুরু করেছেন। এর পর 2018 থেকে তিনি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলছেন। ।

আইপিএল -এ 2018 থেকে 2021 পর্যন্ত তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন।

এখন দেখে নি রিংকু সিং আইপিএল থেকে কত টাকা বেতন নেন –

রিঙ্কু সিং IPL বেতন (Rinku singh ipl salary in Bengali)

FAQYearTeamSalary
2017Kings XI PunjabRs. 10 lakh
2018Kolkata Knight RidersRs. 80 lakh
2019 (Retain)Kolkata Knight RidersRs. 80 lakh
2020 (Retain)Kolkata Knight RidersRs. 80 lakh
2021Kolkata Knight RidersRs. 80 lakh
2022Kolkata Knight RidersRs. 55 lakh

FAQ

Q. রিঙ্কু সিং নেট ওয়ার্থ কত ?

Ans. রিঙ্কু সিং এর নেট ওয়ার্থ আনুমানিক 7.5 কোটি টাকা থেকে ১০ কোটি টাকা।

Q. রিঙ্কু সিং এর স্ত্রী এর নাম কি ?

Ans. রিঙ্কু সিং এখনও বিয়ে করেন নি।

রিঙ্কু সিং IPL 2023 Price

রিঙ্কু সিং IPL 2023 Price ৫৫ লাখ

বিরাট কোহলি বায়োগ্রাফি, India, IPL , স্ত্রী, সন্তান, সেঞ্চুরি, কত টাকার মালিক, রেকর্ড 

লকি ফার্গুসন, ক্রিকেটার জীবনী, জন্ম, স্ত্রী, ফ্যামিলি, বেতন , মোট আয়

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply