You are currently viewing শেষদিন ফিল্ডিং করতে পারলেননা  রোহিত, পিঠের ব্যথা নিয়ে দুশ্চিন্তা  IPL , তারপর বিশ্বকাপ সবাই চিন্তায় হিটম্যানকে নিয়ে –

শেষদিন ফিল্ডিং করতে পারলেননা রোহিত, পিঠের ব্যথা নিয়ে দুশ্চিন্তা IPL , তারপর বিশ্বকাপ সবাই চিন্তায় হিটম্যানকে নিয়ে –

Rate this post

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজটি এবার ভারতীয় সমর্থকরা দারুন ভাবে উপভোগ করল । পঞ্চম টেস্টেও কিছু দুর্দ্ধর্ষজনক ইনিংস দেখা গেছে ভারতীয় ব্যাটারদের থেকে। এমনই কিছু ইনিংস যা আজ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ধর্মশালার পাহাড়বেষ্টিত স্টেডিয়ামে ভারতীয় ব্যাটাররা আজ এক অনন্য নজির গড়েছে।

ভারতীয় ব্যাটাররা ইংল্যান্ডের ২১৮ রানের সামনে ব্যাট করতে এসে এক অনন্য নজির গড়ে। যা বিগত ১৫ বছরে ভারতীয় ব্যাটারদের থেকে দেখা যায়নি। দলে বিরাট কোহলি (Virat Kohli), কেএল রাহুলের (KL Rahul) মতো বড় মাপের ব্যাটাররা না থাকা সত্ত্বেও তরুণবাহিনীদের নিয়ে সেই নজিরটি গড়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। নজিরটি হল, ভারতীয় দলের টপ অর্ডারের পাঁচ জন ব্যাটার ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫০ এর অধিক রান করেছেন।

এটি শুনতে অবাক লাগলেও, প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ব্যাট থেকে আসে ৫৭ রান। এরপর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং তরুণ প্রতিভাবান তারকা শুভমান গিলের (Shubman Gill) ব্যাট থেকে আসে শতরান। রোহিত ১০৩ রানে আউট হন, অন্যদিকে শুভমান করেন ১১০। তারা আউট হয়ে গেলে, ব্যাটে আসেন দেবদূত পাডিক্কল (Devdutt Padikkal), যিনি এই টেস্টে ভারতীয় দলের হয়ে অভিষেক করেছেন, অভিষেক ম্যাচেই ৬৫ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া ব্যাট করতে আসেন সরফরাজ খান (Sarfaraz Khan)। তার ব্যাট থেকে আসে ৫৬ রানের ইনিংস।

এইভাবে বিগত ১৫ বছরের নজিরকে পিছনে ফেলে নতুন নজির গড়েছে রোহিতবাহিনী। কিন্তু টপ অর্ডারের ব্যাটাররা ছাড়া আর কেউ সেভাবে রান করতে পারেননি। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ধ্রুব জুরেল (Dhruv Jurel) দুজনেই ১৫ রান করে আউট হয়ে যান। তারপরেও ইংল্যান্ডের সামনে পাহাড় সমান রান খাঁড়া করতে সক্ষম হয় ভারতীয় দল। এই প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর ৪৫৬/৮।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এক দুঃসংবাদ। ধর্মশালায় চলতি ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টের শেষ দিন ভারত যখন জয়ের জন্য খেলছে, সেই মুহূর্তেও ফিল্ডিং করতে আসেননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা । প্রথমে বিষয়টি সকলের কাছে স্বাভাবিক বলে মনে হলেও, পরে উঠে আসে রোহিতের ফিল্ডিং না আসার কারণ। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে রোহিত ফিল্ডিং না আসার কারণ নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

বিসিসিআইয়ের খবর থেকে জানা যাচ্ছে, পিঠের সমস্যার জন্য ভুগছেন হিটম্যান। তাই আজ ফিল্ডিং আসতে পারেননি তিনি। ডাগ-আউটে বসেই এই টেস্ট উপভোগ করতে হচ্ছে তাকে। যা ভক্তদের জন্য সত্যিই দুঃসংবাদ। এদিকে রোহিত ফিল্ডিংয়ে না আসায় দলকে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দিনের শুরুতেই তিনিই রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সাথে বোলিং ভাগ করে নেন।

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, রোহিতের এই চোট আজ-কালের মধ্যে নয়। সিরিজের শুরু থেকে পিঠের সমস্যায় কাতর ছিলেন তিনি। তারপরেও পাঁচটি টেস্টে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করে গেছেন তিনি। এমনকি ২ টি সেঞ্চুরি এবং ১ টি হাফ-সেঞ্চুরি সহ ৯ ইনিংসে ৪০০ রান করেছেন তিনি। বিরাট কোহলি (Virat Kohli) এবং কেএল রাহুলের (KL Rahul) অভাব একবিন্দুও বুঝতে দেননি ভারতীয় অধিনায়ক।

কিন্তু ধর্মশালায় সেঞ্চুরি করার পর পিঠের চোটটি কিছুটা অসুবিধায় ফেলে রোহিতকে। তাই তিনি মাঠে নামতে পারেননি। যদিও এই সিরিজ নিয়ে বর্তমানে আর কেউ চিন্তিত নন। তার পিঠের চোট ভক্তদের ভাবাচ্ছে আসন্ন আইপিএল এবং জুনে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপকে নিয়ে । তার চোট কতটা গুরুতর সেইসব এখনো কিছু জানা যায়নি। কিন্তু তিনি চোট সারিয়ে না উঠতে পারলে, টি-২০ বিশ্বকাপের স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে ভারতীয়দের জন্য।

তাই সবাই চাইছে যত তাড়াতাড়ি চোট সারিয়ে ভারত অধিনায়ক ম্যাচে ফিরে আসে।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply