You are currently viewing বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই মস্ত বড় দুঃসংবাদ! ডেঙ্গু আক্রান্ত শুভমান, খেলতে পারবেন না  অস্ট্রেলিয়া ম্যাচ। উল্লসিত অসিরা- জানুন পুরো রিপোর্ট –

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই মস্ত বড় দুঃসংবাদ! ডেঙ্গু আক্রান্ত শুভমান, খেলতে পারবেন না অস্ট্রেলিয়া ম্যাচ। উল্লসিত অসিরা- জানুন পুরো রিপোর্ট –

Rate this post

ক্রিকেটের সব চেয়ে বড় ইভেন্ট শুরু হয়ে গেছে , আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়ে গেছে ভারতের মাটিতে । প্রথম ম্যাচও খেলা সম্পূর্ণ হয়ে গেছে। আজ পাকিস্তান নামছে নেদারল্যান্ডস -এর বিরুদ্ধে।

ভারত প্রথম ম্যাচ খেলবে রবিবারে। প্রথম ম্যাচে চেন্নাইতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিত বাহিনী। কিন্তু তার আগেই আজ সকালে এক দুঃসংবাদ উঠে এল ভারতীয় দলের জন্য।

(responsive)

সংবাদ সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ভারতের নতুন হিরো , ওপেনার শুভমান গিল (Shubman Gill)। প্রথম ম্যাচে তাঁর খেলা পারায় অসম্ভব ।

আগামী ৮ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে বড় ধাক্কা ভারতীয় দলের জন্য। এই মাঝের দুই দিনে যদি শারীরিক অবস্থার পরিবর্তন না ঘটে , তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে শুভমান গিলকে ছাড়াই ভারতকে নামতে হতে পারে। এটি ভারতীয় দলের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়।

মিডিয়া রিপোর্টে প্রকাশিত হয়েছে, বৃহস্পতিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার নেট সেশনেও অংশ নেননি গিল। এবং সেই খবর অনুসন্ধানের পড়ে জানা যায় যে তার ডেঙ্গু হয়েছে। ডেঙ্গি সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিতভাবে জানা গেছে। এই বিষয়ে বিসিসিআই কর্মকর্তারা জানিয়েছেন যে টিম ইন্ডিযয়ার ম্যানেজমেন্ট ক্রমাগত গিলের স্বাস্থ্যের উপর নজর রাখছে। আজ তথা শুক্রবার আরও একবার পরীক্ষা করে দেখা হবে। তাকে ডাক্তাররা সব রকম ভাবে চেষ্টা করছেন যাতে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

যদি গিল প্রথম ম্যাচে ফিরতে না পারেন, তাহলে সেটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে ভারতীয় দলের জন্য। সম্প্রতি খুব সুন্দর ছন্দে রয়েছেন এই ডানহাতি ভারতীয় ওপেনার। গিল না খেললে ভারত যে কিছুটা অসুবিধায় পড়বে তা সবাই জানে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন গিল। আর প্রথম দুই ম্যাচেই যথাক্রমে ৭৪ এবং ১০৪ রানের ইনিংস খেলেছেন তিনি।

তবে শুভমান না খেললে অস্ট্রেলিয়া যে বাড়তি শুবিধা ও বাড়তি মনোবল নিয়ে মাঠে নামবে তা আর বলার নয়।

তার বর্তমান অবস্থা শুনে ভক্তরা প্রার্থনা করছেন, যত তাড়াতাড়ি সম্ভব গিল ফিরে আসুক ভারতীয় দলে।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply