Video: ‘কেন আমি অভিনন্দন জানাবো বিরাটকে ?…’, বিরাটের রেকর্ডের পর খারাপ মন্তব্য শ্রীলঙ্কা অধিনায়কের, ভিডিও ভাইরাল, দেখে নিন ভিডিও –

Rate this post

5 নভেম্বর ভারতীয় ক্রিকেটের কাছে একটা অনেক বড় দিন। এই দিন কলকাতার ইডেন গার্ডেনে ভারত বিশ্বকাপে দঃ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়ে দেয়। আর ওই দিন ভারতের রান মেশিন বিরাট কোহলি ৪৯ তম সেঞ্চুরি করে ফেলেন। বর্তমানে বিরাট কোহলির (Virat Kohli) কৃতিত্বে পুরো ক্রিকেট বিশ্ব আচ্ছন্ন হয়ে আছে। তিনি যে গতিতে খেলে চলেছেন তিনি যে কোথায় থামবেন তা কেউ জানেন না। এবং টার খেলা দেখে সমর্থক থেকে বিশেষজ্ঞরা সকলেই মুগ্ধ। বিরাটকে অভিন্দন জানানোর জন্য কোটি কোটি শুভেচ্ছা বার্তায় সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে।

তবে কিছু ভালর মধ্যেও কিছু খারাপ ঘটনা থেকে যায় এবং সেই রকম একটা এই দিন ও ঘটেছে বিরাটের এই সেঞ্ছুরির পর শ্রীলঙ্কান অধিনায়কের অদ্ভুত আচরণ ক্রিকেট ভক্তদের রীতিমতো অবাক করেছে।

(responsive)

বিশ্বকাপের (World Cup 2023) গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল ভারত কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa match) মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করে ভারতীয়রা দুরন্ত পারফরম্যান্স করে। নিজের ৩৫ তম জন্মদিনে বিরাট ছিলেন এক অন্য মাত্রায়। তিনি আজ কঠিন উইকেটে দুরন্ত ব্যাট করেন। ভারতের গুরুত্বপূর্ণ সময় দলের পাশে থেকে বিরাট কোহলি একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান করে ছুঁয়েছেন সচিনের অনন্য রেকর্ড। তিনি এই মুহূর্তে বিশ্ব একদিনের ক্রিকেটে শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) সঙ্গে সর্বোচ্চ শতরান সংগ্রহকারী।

এই অনন্য নজির স্থাপন করার পরেই সকলে এই কৃতিত্বকে বিভিন্নভাবে সম্মান জানান। তবে এর মধ্যেই বিরাট কোহলির প্রসঙ্গে শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসের (Kusal Mendis) অদ্ভুত আচরণ সমালোচনায় উঠে এসেছে। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কা বাংলাদেশের (Srilanka vs Bangladesh match) মুখোমুখি হবে। তবে তার আগে সাংবাদিক সম্মেলনে কুশল মেন্ডিসকে বিরাট কোহলির ৪৯ তম শতরান উল্লেখ করে জিজ্ঞাসা করা হয় তিনি এই ভারতীয় তারকাকে অভিনন্দন জানাতে চান কিনা।

এর উত্তরে শ্রীলঙ্কান অধিনায়ক বলেন, “আমি কেন বিরাটকে অভিনন্দন জানাতে যাব (হাসি)।” এই রকম মন্তব্য ক্রিকেট মহলে রীতিমতো সমালোচনা সৃষ্টি করেছে। এর আগে এশিয়া কাপের (Asia Cup 2023) পর বিশ্বকাপেও ভারতীয় দল লঙ্কা বাহিনীকে রীতিমতো উড়িয়ে দেয়। তাদের মাত্র ৫৫ রানে অল আউট করে ব্লু ব্রিগেডরা ৩০২ রানের বিশাল জয় তুলে নেয়।

তাই অনেকের বক্তব্য শ্রীলঙ্কা দল এত খারাপ ভাবে ভারতের কাছে হারছে বলে শ্রীলঙ্কান অধিনায়ক এই ধরনের মন্তব্য করেছেন।

অন্যদিকে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল পরবর্তী ম্যাচে ১২ নভেম্বর নেদারল্যান্ডসের (India vs Netherlands match) মুখোমুখি হবে।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply