You are currently viewing Video: বাংলাদেশ অধিনায়কের ওক্রিকেটিয় আচরণ, ভিডিও ভাইরাল,  আউটের সিদ্ধান্তে খুশি না হয়ে ব্যাট-হেলমেট ছুঁড়ে ফেললেন, দেখে নিন ভিডিও

Video: বাংলাদেশ অধিনায়কের ওক্রিকেটিয় আচরণ, ভিডিও ভাইরাল, আউটের সিদ্ধান্তে খুশি না হয়ে ব্যাট-হেলমেট ছুঁড়ে ফেললেন, দেখে নিন ভিডিও

Rate this post

ভারতীয় মহিল ক্রিকেট দল বাংলাদেশ সফরে গিয়ে দুরন্ত পারফরম্যান্স করছেন। ৫ ম্যাচের T20 সিরিজে তারা ইতিমধ্যে ৩-০ তে এগিয়ে গেছেন । পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে গিয়েছেন হরমনপ্রীত কৌররা। ইতিমধ্যেই সেখানে তিনটি ম্যাচ খেলে ফেলেছে ভারতীয় দল। তিন ম্যাচের তিনটিতেই জিতে তারা সিরিজে ৩-০ ফলে এগিয়ে থাকার পাশাপাশি সিরিজ জয় ও সম্পন্ন করেছে।সিরিজের তৃতীয় ম্যাচেই ঘটে গিয়েছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

গতকাল সিরিজে ২-০ পিছিয়ে থেকে তিন নম্বর ম্যাচে খেলতে নেমেছিল নিগার সুলতানারা। ফলে এই ম্যাচ জিতে সিরিজে টিকে থাকার একটা চাপ তাদের উপর ছিল। এমন আবহে নিজের আউটের সিদ্ধান্তে খুশি হতে না পেরে একটি জঘন্য ঘটনা ঘটিয়ে ফেললেন নিগার সুলতানা। যা একেবারেই ক্রিকেটারসুলভ ছিল না।

(responsive)

বাংলাদেশ দলের ক্যাপ্টেন নিগার সুলতানা তাঁর আউটের সিদ্ধান্তে দৃশ্যত হতাশ ছিলেন। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারেননি।ম্যাচে ভারতীয় বোলার রাধা যাদবের বিরুদ্ধে ব্যাট করছিলেন নিগার সুলতানা জ্যোতি। এই সময়ে একটি শট খেলতে গিয়ে রাধার বল মিস করে যান নিগার সুলতানা। বল গিয়ে লাগে তাঁর থাই প্যাডে। এলবিডব্লিউয়ের আপিল করেন ভারতীয় ক্রিকেটাররা। সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার। আউট হয়ে বেরিয়ে যাওয়ার সময়েই আম্পায়ারের আউটের সিদ্ধান্তের প্রতি তাঁর অনাস্থা দেখিয়ে নিজের ব্যাট এবং হেলমেটটি বাউন্ডারির বাইরে ছুঁড়ে মারেন নিগার সুলতানা জ্যোতি।

সিলেটে এই ম্যাচে ভারত সাত উইকেটে বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে। এই জয়ের ফলে সিরিজও জিতেছে ভারত। বাংলাদেশের হয়ে ম্যাচে ভালো শুরু করেছিলেন মুর্শিদা খান এবং দিলারা আখতার। ৬.৩ ওভারেই উঠে যায় ৪৬ রান। এরপরেই ইনিংসে নামে ব্যাটিং ধ্বস। একের পর এক ব্যাটার আউট হয়ে যান।ফলে সমস্যায় পড়ে যায় বাংলাদেশ।

একটা দিক এই সময়ে ধরে রেখেছিলেন সুলতানা। তিনি ৩৬ টি বল খেলেন, করেন ২৮ রান। রাধা যাদবের বলে একটি এসে এই সময়ে সোজা ব্যাটে জোরে শট মারতে যান নিগার সুলতানা। তবে ব্যাটে বলে ঠিক করে হয়নি। আর তা না হওয়ার ফলেই বল তাঁর প্যাডে গিয়ে লাগে। খালি চোখে বল একটু উঁচুতে লেগেছে দেখে মনে হলেও আম্পায়ার আউট দিয়ে দেন। আর তাতেই বেজায় চটে যান নিগার সুলতানা জ্যোতি।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply