ভারতের চেজ মাস্টার-এর অসীম, অতুলনীয়, অবিশ্বাস্য ক্লাসিক্যাল ইনিংস ভারতকে অস্ট্রেলিয়ার বিরুধে প্রথম ম্যাচে স্মরণীয় জয় উপহার দিল, তাকে দুরন্ত সঙ্গ দিলেন কে এল রাহুল –
বিরাট কে কেন যে চেজ মাস্টার বলা হয় তা তিনি আর একবার প্রমান করে দিলেন। আজ ভারত এই বিরাট – রহুল জুটির দুরন্ত ও অতুলনীয়, অবিশ্বাস্য খেলায় বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতে নিল। সারা বিশ্ব দেখল এক দুরন্ত উত্তেজনা পূর্ণ ম্যাচ।
বিশ্বকাপ 2023: ভারত – অস্ট্রেলিয়ার: এশিয়া কাপ 2023 এবং অস্ত্রেলিয়ার বিরুদ্ধে ৩ ODI সিরিজে জয়ের পর ভারত মানসিক দিক থেকে ভীষণ ভাবে এগিয়ে থেকে অস্ত্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল।
এই অবস্থায় ভারতীয় সমর্থকরা চেয়েছিল ভারত যেন এই ম্যাচে জেতে। এবং ভারতীয় দলের পারফ্রম্যন্স দেখলে ভারতের বিশ্বকাপ জিততেই পারে।
N.B –
বন্ধুরা যদি Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে চান তবে অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান। এই গ্রুপে আমরা এই বিশয়ে সমস্ত তথ্য দেব, সামনেই বিশ্বকাপ আপনারা এখান থেকে আয় করতে পারেন ।
আমরা জানি বিশ্বকাপ হল সব দলের কাছে নিজেদের প্রমান করার সবচেয়ে বড় মঞ্চ । তাই সব দেশই চায় এই কাপ জিততে।
আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কমিন্স টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আজকের উইকেট বিশেষজ্ঞদের অনুযায়ী শেষের দিকে স্পিন করতে পারে বলে রায় দিয়েছিল। সেই অনুযায়ী সমস্ত অধিনায়করা প্রথমে ব্যাট করতে চাইত।
তবে ব্যাট করতে নেমে প্রথমেই অস্ট্রেলিয়া বিপদে পড়ে যায়। অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার মিচিল মার্স আজ বিনা রানে আউট হয়ে যান।
জসপ্রিতের এক দুরন্ত বলে বিরাট তাকে ক্যাচ আউট করান । ভারতীয় বোলাররা প্রথমে ভাল বল করতে থাকে কিন্তু অস্ট্রেলিয়ার দুরন্ত প্রতিভা স্তিভ স্মিথ খেলা কে ধরে নেন, তাকে যোগ্য সঙ্গত দিতে থাকেন অস্ট্রেলিয়ার আর দুরন্ত পেলার ডেভিড ওয়ারনার। কিন্তু ওয়ারনার বিশাক্ত হয়ে ওঠার আগেই ভারতের ম্যাজিসিয়ান বোলার কুলদিপ তাকে আউত করে দেন।
ভারতের বোলারদের মধ্যে জসপ্রিত ও সিরাজ প্রথম স্পেলে দুরন্ত বল করেন। এই দুইজন বোলার কোন ব্যাটার কেই হাত খুলে মারতে দেন নি।
পরে হার্দিক কিছুটা রান দিয়ে দেন।
তবে ভারতের জাদেজা অসাধারন বল করেন, তার বিষাক্ত স্পিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং ছিন্ন ভিন্ন হয়ে যায়। তিনি ১০ ওভারে ৩ উইকেট নেন।
তার সঙ্গে কুলদিপ ও রবি ও দুরন্ত বল করেন। অস্ট্রেলিয়ার কোন ব্যাটার ই মাথা তুলে দাঁড়াতে পারে নি।
কুলদিপ ও জসপ্রিত নেন ২ টি করে উইকেট নেন।
১৯৯ রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস।
১৯৯ কে সামনে রেখে খেলতে নেমে, ভারত শুরুতেই ভীষণ বিপর্যয়ের সম্মুখীন হয়। প্রথম তিন ওভারে ৩ উইকেট আউট হয়ে যায়। অধিনায়ক রোহিত, ইশান ও স্রেয়াস পর পর ফিরে যায়।
কিন্তু এই অবস্থায় খেলার হাল ধরেন ভারতের রান মেশিন, চেজ মাস্টার বিরাট কহলি, তাকে সাহায্য করতে থাকেন কে এল রাহুল।
দুজনেই আজ এক অতুলনীয়, অবিশ্বাস্য উপহার দেন।
বিরাট করেন ৮৫ , ৪ – ৬ টি মারেন।
রাহুল করেন ৯৭ রান , ৪ – ৮ টি , ৬ মারেন ২ টি।
ভারত ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় , ৫২ বল বাকি থাকতে।
স্কোর –
অস্ট্রেলিয়া –
ভারত বোলিং স্কোর –
স্কোর ভারত –
বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে –
বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে
অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।
এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।
নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।