বিরাট- তিনি দলের অধিনায়ক নয়, কিন্তু তিনি যেন অলিখিত নেতা, দলের, দর্শকের এবং দেশের – লা-জবাব বিরাট
এশিয়া কাপ 2023 জয়ের পর ভারত এখন মানসিক ভীষণ ভাবে এগিয়ে থেকে অস্ত্রেলিয়ার বিরুদ্ধে ৩ ODI সিরিজে নেমে ছিল ভারতীয় দল, এবং এই সিরিজে অসিদের ২-১ সিরিজ হারিয়ে এখন ভারতের মনোবল ভীষণ চাঙ্গা। কারণ এশিয়া কাপ ২০২৩ তে দুই বার পাকিস্থানের মত দলকে হারিয়েছে, এবং তারপর ফাইনালে শ্রীলঙ্কা কে দুরন্ত ভাবে পরাজিত করেছে এবং অস্ত্রেলিয়ার কে সিরিজ হারিয়ে বিগত অল্প কিছুদিনের মধ্যে।
যদিও আজকের খেলাতে শুভমান খেলতে পারে নি । তা হলেও ভারতীয় দলের মনোবল একটুও কমে নি। তারমধ্যে বিরাটের মতো যদি কোন অলিখিত নেতা থাকে তাহলেতো আর কোন কথা হতে পারে না।
তিনি নিজে মাঠে খেলছেন রাজার মত।
ফিল্ডিং করেছেন চিতার মত।
ক্যাচ ধরছেন বাজ পাখির মত।
বাকিরা তার এই পারফরম্যান্সে ভীষণ নিজেদের খেলাকে উজাড় করে দিচ্ছে।
দর্শকদের উৎসাহিত করছেন জাতে তারা প্লেয়ারদের উৎসাহিত করে।
সামনে থেকে লিডিং করছেন দলকে ।
তাই বিরাট হলেন অলিখিত নেতা ভারতীয় দলের।
আপনারাও মত দেবেন এই বিষয়ে , তিনি কি সত্যি অলিখিত নেতা।