ভারতীয় ক্রিকেট স্টার বিরাট কোহলি যে একজন ভীষণ বড় মনের মানুষ তা আমরা অনেক বার তার নমুনা পেয়েছি। তিনি সমস্ত রকমের মানুষ কে নানা ভাবে সাহায্য করতে থাকেন।
বিরাট কোহলি , কিং কোহলি তাই সমস্ত কিছুর উপরে গিয়ে বর্তমান প্রজন্মের সামনে আদর্শ আইডল হয়ে উঠেছেন। বর্তমানে বিরাটের ফর্ম দুরন্ত চলছে, তিনি এশিয়া কাপে দুরন্ত ফর্মে খেলছেন এর পর বিশ্বকাপেও তার দুরন্ত ফর্মে অব্যাহত আছে। এর মধ্যেই বিরাট কোহলির আরও এক জনকল্যাণমূলক কাজ সবাইকে মুগ্ধ করল । তার এই কাজ দেখে সবাই তাকে ধন্য ধন্য করল।
ভারত এই বিশ্বকাপ ২০২৩ তে ৮ অক্টোবর ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়। সেই ম্যাচে মাত্র ২ রানে প্রথমেই ভারতের ৩ টি উইকেট পড়ে গেলে বিরাট কোহলি এসে হাল ধরেন।
এবং তিনি তার অবিশ্বাস্য দখ্যতায় ১১৬ বলে ৮৫ রান করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেন। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও বিরাট ৫৫ রানে অপরাজিত থাকেন। তবে তার আগে এশিয়া কাপে ২ বার পাকিস্তান কে হারানোর পেছনে বিরাটের ভুমিকা ছিল অনেক বড়।
বিশ্বকাপ ২০২৩ খেলার মাঝেই আবার বিরাট কোহলির জনকল্যাণমূলক কাজ সবার সামনে এসেছে। এবার আসল ঘটনা বলি । ভারতের এই দুরন্ত তারকা , যাকে আমরা ভারতের রান মেশিন হিসাবে দেকে থাকি মুম্বাইয়ের গো ধর্মিক এনজিওতে (Go Dharmic NGO) এবং একটি নামজাদা এনজিওতে তার অটোগ্রাফ করা ভারতের বিশ্বকাপ জার্সি দান করে দিয়েছেন। এই জার্সি এই এনজিওতে নিলাম করবে এবং এই নিলাম থেকে অর্জিত টাকা দরিদ্র মানুষের মুখে অন্য তুলে দেওয়ার জন্য এবং অন্যান্য জীবনের প্রয়োজনীয় জিনিসগুলির জন্য তহবিল সংগ্রহে বিষয়ে সহায়তা হবে।
Go Dharmic NGO এই সুযোগ পেয়ে ভীষণ ভাবে নিজেদের গর্বিত বোধ করছেন , এবং তারা ভারতের চেজ মাস্টার কে ধন্য ধন্য করছেন।
অন্যদিকে আগামীকাল গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বহু প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিবারেই বিরাট পাকিস্তানের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে ওঠেন। সম্প্রতি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি দুরন্ত শতরান করেছিলেন। বিরাট কোহলি এখনও পর্যন্ত দেশের হয়ে ২৮৩ টি একদিনের ম্যাচে ১৩২২৩ রান করেছেন।
বন্ধুরা পোস্ট টি পড়ে ভাল লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ।