You are currently viewing বিশ্বকাপ-র “প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট” -এর ভবিষ্যৎবানী করলেন ওয়াটসন- কোহলি বা ডি-কক -কে নয়, বেছে নিলেন এই ভারতীয় প্লেয়ারকে –

বিশ্বকাপ-র “প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট” -এর ভবিষ্যৎবানী করলেন ওয়াটসন- কোহলি বা ডি-কক -কে নয়, বেছে নিলেন এই ভারতীয় প্লেয়ারকে –

Rate this post

বিশ্বকাপ দুরন্ত গতিতে চলছে, প্রতিদিন কোন কোন না কোন অঘটন ঘটেই চলেছে। প্রতিটি দলই লিগ পর্যায়ে অর্ধেকের বেশী ম্যাচ খেলে ফেলেছে। সমস্ত দলের চোখ এখন পয়েন্ট টেবিলের উপরের দিকে। কোন কোন দল প্রথম চারে থাকবে।

তবে ভারতীয় সমর্থকরা ভীষণ আনন্দে আছেন, কারন ভারত তার ৫ টি খেলার মধ্যে সব কটিতেই জিতে গেছে। এবং ভারতীয় দলের ব্যাটার ও বোলাররা দুরন্ত ফর্মে আছেন। তবে ভারতীয় মধ্যে সবচেয়ে যে ব্যাটার দুরন্ত ফর্মে রয়েছেন তিনি হলেন ভারতীয় রান মেশিন বিরাট কোহলি। তবে ভারতীয় দলের প্রায় বেশিরভাগ ব্যাটসম্যান বা বোলার দুরন্ত ফর্মে আছেন।

(responsive)

আমরা প্রাক্তন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন কথা কোন দিন ভুলব না, তার ব্যাটিং এবং বোলিং দুটো বিভাগই দুরন্ত। অজি অলরাউন্ডার শেন ওয়াটসন বর্তমানে প্রথম সারির দল গুলি থেকে নিজের পছন্দের প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টকে হবেন তা বেছে নিলেন।

তবে খুবই আশ্চর্যের কথা যে ছন্দে থাকা বিরাট কোহলি, কুইন্টেন ডি-কক (Quinton de Cock), ডেভিড ওয়ার্নারের (David Warner) মতো ক্রিকেটাররা থাকা সত্ত্বেও আশ্চর্যজনকভাবে এই ৩৬ বছর বয়সী ক্রিকেটারকে বেছে নিয়েছেন তিনি।

সম্প্রতি স্টার স্পোর্টসের এক কথোপকথনে, অস্ত্রেলিয়ার এই প্রাক্তন তারকা নিজের পছন্দের প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টকে বেছে নিয়েছেন। তবে তিনি অবশ্যই একজন ভারতীয় তারকা, ওয়াটসন সকলকে চমকে দিয়ে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টকে হিসাবে বেছে নিয়েছেন।

ওয়াটসন বলেছেন যে, –

“রোহিত যেভাবে এগিয়ে চলেছেন, তিনি তার মাস্টার স্ট্রোক দিয়ে টুর্নামেন্টকে জীবন্ত করে তুলেছেন।”

এছাড়া ওয়াটসন আরও বলেন যে – ” বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে এক বল থেমে থেকে খেলেননি তিনি। আমি বিশ্বাস করি, যে ও টুর্নামেন্ট শেষ পর্যন্ত এরকম চালিয়ে যাবে, তাই আমার কাছে ও এক নম্বর।”

এবারের বিশ্বকাপে রোহিত শর্মা পাঁচ ইনিংস খেলে ৬২.২০ -এর গড়ে এবং ১৩৩.৪৮ -এর দুর্দান্ত স্ট্রাইক রেটে দুর্দান্ত ৩১১ রান করেছেন।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি শূন্য রান করে আউট হলেও, তারপর থেকে প্রতিটি ম্যাচেই দলকে বিস্ফোরক শুরু দিয়েছেন তিনি। যার মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে ১৩১ রানের ইনিংস এবং পাকিস্তানের বিরুদ্ধে ৮৬ রানের ইনিংস দর্শকদের ভীষণ আনন্দ দিয়েছে।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply