You are currently viewing দমবন্ধ করা, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্থানের বিশ্বকাপের সব আশা আকাঙ্খার সলিল সমাধি করল দঃ আফ্রিকা, পাকিস্থান কে ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতল আফ্রিকা

দমবন্ধ করা, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্থানের বিশ্বকাপের সব আশা আকাঙ্খার সলিল সমাধি করল দঃ আফ্রিকা, পাকিস্থান কে ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতল আফ্রিকা

1/5 - (1 vote)

বিশ্বকাপ ২০২৩ অর্ধেক রাস্তা অতিক্রম করে চলে এসেছে, এই মুহূর্তে ভীষণ জমজমাট বিশ্বকাপ ২০২৩ প্রতিদিন নতুন নতুন অঘটন, নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। সমস্ত ক্রিকেট বিশ্ব তকিয়ে আছে পয়েন্ট টেবিলের দিকে। কোন ৪টি দল সেমিফাইনালে যাবে যাবে তার জন্য জমজমাট লড়াই চলছে।

পয়েন্ট টেবিলের প্রথম দিকের এক দুটি দল ছাড়া বাকি সমস্ত দলের পয়েন্টের ফারাক একবারেই কম। তাই যে কোন সময় যে কেউ উপর বা নীচের দিকে চলে আসতে পারে।

(responsive)

আজকের এক ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্থান ও দঃ আফ্রিকা পরস্পরের মুখোমুখি হয়েছিল। চেন্নাই তে পাকিস্থান ও দঃ আফ্রিকা -এর আজকের খেলায় পাকিস্থান দল টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নেয়।

বিশ্বকাপে টিকে থাকতে হলে পাকিস্থান দলকেই এই ম্যাচ জিততে হতো ।পাকিস্থান দল এই ম্যাচের আগে ৬ নং স্থানে ছিল।

অপরপক্ষে দঃ আফ্রিকা অনেকটা ভাল যায়গায় আছে, তার পয়েন্ট টেবিলের ৩ নং স্থানে আছে। এবং দুরন্ত ফর্মে ও খেলছে।

আজকের খেলায় পাকিস্থান দল-এর দুই অপেনার কেউই ভাল শুরু করতে পারেনি। কিন্তু ৩ নং-এ অধিনায়ক বাবর আজম আজ ভাল শুরু করেন তিনি আজ ৫০ রানে আউট হয়ে যান। আজ বাবর ভাল শুরু করলেও বড় রান করতে পারে নি। এর পর রিজুয়ান কম রানে আউট হয়ে যান। তবে সৌদি সাকিল ও সাদাব খান আজ দুরন্ত লড়াই করেন।

সৌদি সাকিল ৫২ রান ও সাদাব খান ৪৩ রানে আউট হয়ে যান।

দঃ আফ্রিকার সমস্ত বোলারই আজ দুরন্ত বল করেন। তাবরিজ সামসি ছিল অপ্রতিরোধ্য তিনি একাই পাক ব্যাটিং লাইন কে কাপুনি ধরিয়ে দিলেন। তিনি আজ দুরন্ত বল করে একাই পাক দলের কোমর ভেঙে দেন। তিনি ৪ উইকেট নেন। জেরাল্ড নেন ২ টি উইকেট। বাকি কাজটা করে দেন মার্কও জনসন ।

পাক দল ২৭০ রানে গুটিয়ে যায়।

২৭১ রান সমনে নিয়ে খেলতে নেমে দঃ আফ্রিকা শুরুটা ভাল করতে পারে নি। ইন ফর্ম ব্যাটার ডি কক অল্প রানে আউট হয়ে যান , বাভুমা ও বিশেষ কিছু করতে পারে নি।

তবে সহ-অধিনায়ক মারক্রাম দুরন্ত লড়াই চালিয়ে যান। তিনি পাকিস্থান বোলারদের নাকানি চোবানি খাওয়ান। তিনি ৯৩ বলে ৯১ রান করে আউট হন। তিনি ৭ টি চার ও ৩ টি ছয়ের সাহাজ্যে এই রান করেন।

পাক দলের হবে প্রায় সমস্ত বোলার আজ ভাল বল করেন।

আফ্রিদি নেন ৩ টি উইকেট।

ওসামা মির নেন ২ টি উইকেট।

মহঃ অয়াসিম জুনিয়র নেন ২ টি উইকেট।

হারিস রাউফ ও নেন ২ টি উইকেট।

১৬ বল বাকি থাকতে দঃ আফ্রিকা ৯ উইকেটে ২৭১ করে ফেলে। দঃ আফ্রিকা ১ উইকেটে ম্যাচ জিতে নেয়।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply