You are currently viewing “দিল‌ দিল পাকিস্তান গানটি যেন আজ না বাজানো হয় …….” ভারত-পাক ম্যাচে, রোহিত নিজেই বারণ করেছিলেন Ground- DJকে, বললেন মাইকেল ভন, রোহিতের দেশাত্মবোধ -এর তুলনা দেওয়া ভার –

“দিল‌ দিল পাকিস্তান গানটি যেন আজ না বাজানো হয় …….” ভারত-পাক ম্যাচে, রোহিত নিজেই বারণ করেছিলেন Ground- DJকে, বললেন মাইকেল ভন, রোহিতের দেশাত্মবোধ -এর তুলনা দেওয়া ভার –

Rate this post

বিশ্বকাপ ২০২৩ এর বেশ কিছু ম্যাচ হয়ে গেছে। ভারত এই বিশ্বকাপে দারুন খেলছে, ভারত অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। একের পর এক সমস্ত দল কে রোহিতের ভারত নাস্তানাবুদ করে হারাচ্ছে।

পাকিস্তান দল তাদের শুরুটা ভাল করলেও ২ য় ম্যাচের পর থেকে তারা ভীষণ ভাবে খারাপ খেলছে। ভারতের কাছে হেরেছে , এবং তার পর অস্ট্রেলিয়ার কাছে ও তারা হেরে গেছে।

(responsive)

তাই পাক দলকে যতটা শক্তিশালী দেখাচ্ছিলো দিনে দিনে তারা যেন ছন্দ হারিয়ে ফেলছে। অন্যদিকে পাক বাহিনী বিশ্বকাপের মঞ্চে পরপর ৮ বার ভারতের কাছে হেরেছে। এবং এই বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্থান দল হারার পর নানা রকম মন্তব্য আসতে দেখা যায়। এবার ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার এবং ধারাভাষ্যকার মাইকেল ভন পাকিস্তান-এর এই হার নিয়ে ভীষণ এক গুরুত্বপূর্ণ কথা বলেছেন।

পাকিস্থান এর খারাপ ফর্ম অব্যাহত

এশিয়া কাপের পাকিস্থান দল ভারতের কাছে ভীষণ খারাপ ভাবে হেরেছিল, কিন্তু তার পর আবার এই বিশ্বকাপেও পাকিস্তান ভারতের কাছে লজ্জাজনক ভাবে হারের সম্মুখীন হয়। ১৪ অক্টোবর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাক বাহিনী ১০ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। তবে ভারত মাত্র ৩ উইকেট হারিয়ে ম্যাচে তাদের প্রয়োজনীয় রান তুলে নেয়। অধিনায়ক রোহিত শর্মা দুরন্ত খেলেন এবং তিনি ৬৩ বলে ৮৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারত কে জয়ের রাস্তা দেখিয়ে দেন।

ম্যাচের পর পাকিস্থান -এর অভিযোগ

তবে এই ম্যাচের পর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ম্যাচ নিয়ে নানা প্রশ্ন তোলে। পাক বাহিনীদের সমর্থকরা স্টেডিয়ামে তাদের গুরুত্বপূর্ণ গান না বাজানোর নিয়েও অভিযোগ জানায়।

ম্যাচের কয়েকদিন পর প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক , বর্তমান ধারাভাষ্যকার মাইকেল ভন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে এক ভার্চুয়ালি আলাপচারিতায় এই বিষয়টি নিয়ে নানা কথা বলেন। তিনি বলেন, “রোহিত শর্মা আহমেদাবাদের মাঠের ডিজেকে ‘দিল দিল পাকিস্তান’ না বাজাতে বলেছিলেন আগে থেকেই।”

মাইকেল ভন আরও বিস্তারিত বলতে গিয়ে বলেন, “কারণ তিনি জানতেন যদি পাকিস্তান দল গানটি শুনতে পায় তাহলে হয়ত তারা ম্যাচটি জিতে যেতে পারে। তাই স্পষ্টতই রোহিত ডিজেকে এই অনুপ্রেরণামূলক গান না চালাতে বলেছিলেন যাতে ভারত এই ম্যাচ জিততে সুবিধা হয় ।” অন্যদিকে পাকিস্তান গতকাল অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে পরাজিত হয়েছে এবং তাদের তারকা বাবর আজম এখনও পর্যন্ত সেইভাবে পারফরমেন্স করতে পারেননি। বিশ্বকাপের পরবর্তী ম্যাচে সবুজ ব্রিগেড ২৩ অক্টোবর আফগানিস্তানের (Pakistan vs Afghanistan match) মুখোমুখি হবে।

তবে মাইকেল ভন এর কথা সঠিক কিনা তা জানা যায় নি। তবে সত্যি যদি এই ধরণের কোন ঘটনা ঘটে তবে ভারতীয় প্লেয়ারদের দেশাত্মবোধ নিয়ে আর একবার বাহবা পেতে পারে। রোহিতরা দেশের জন্যই সত্যি খেলেন। এবং দেশের মানুষের জন্যই তারা কাপ টা জিততে চান।

বন্ধুরা পোস্টটিকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply