You are currently viewing টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথমবার এমনটা ঘটল! সবচেয়ে বড় রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ

টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথমবার এমনটা ঘটল! সবচেয়ে বড় রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ

Rate this post

ফের ৫ উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ। গাব্বা টেস্টে একটা নয়, একাধিক নজির গড়েছেন ভারতীয় পেস বোলার। আগেই কপিল দেব ও অনিল কুম্বলেদের পিছনে ফেলে দিয়েছিলেন। এবার এমন একটি নজির গড়লেন যা ১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটেছে।

১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোন নজির গড়লেন জসপ্রীত বুমরাহ?

জসপ্রীত বুমরাহ এখন টেস্টে বড় ইতিহাস গড়েছেন। ১৯.৮১ গড়ে ১৯০ উইকেট নিয়েছেন। ১৪৭ বছরের ইতিহাসে এমনটা প্রথমবার ঘটেছে। ১৯০ টেস্ট উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে কম গড়ে রান খরচ করেছেন তিনি। এর ফলে তিনি বাইশ গজে ইতিহাস লিখেছেন। এর কারণ হল বুমরাহর চেয়ে ভালো গড় এখনও পর্যন্ত কোনও বোলারের নেই। সর্বনিম্ন ১৯০ উইকেট নিয়ে শীর্ষে আছেন জসপ্রীত বুমরাহ। এটি শেষ পর্যন্ত কোথায় শেষ হয় তা ভবিষ্যতই বলবে।

ভেঙে দিয়েছেন কপিল দেবের রেকর্ড-

ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি ১৪ ডিসেম্বর থেকে গাব্বায় শুরু হয়েছে। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শেষ করা যায়নি। তবে দ্বিতীয় দিনের খেলায় ব্যাঘাত ঘটাতে পারেনি বৃষ্টি। দ্বিতীয় দিনে দেখা গেল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের দাপট। তা সত্ত্বেও ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ নিজের নামে একাধিক বড় রেকর্ড গড়েছেন। তিনি ভেঙে দিয়েছেন কপিল দেবের দুর্দান্ত রেকর্ড।

বড় রেকর্ড জসপ্রীত বুমরহ-

গাব্বা টেস্টের দ্বিতীয় দিনে ভারতের তরফ থেকে শুধু জসপ্রীত বুমরাহর ম্য়াজিক দেখা গিয়েছে। জসপ্রীত বুমরাহ দুর্দান্ত বোলিং করে পাঁচ উইকেট শিকার করেছেন। তিনি উসামন খোয়াজা, নাথান ম্যাকসুইনি, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ এবং মিচেল মার্শের মতো বড় ব্যাটারদের আউট করেছিলেন। বুমরাহ এখন এশিয়ার বাইরে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়া ভারতীয় বোলার হয়েছেন। এই বিষয়ে তিনি প্রাক্তন অভিজ্ঞ খেলোয়াড় কপিল দেবকে পিছনে ফেলে দিয়েছেন। বুমরাহ এখনও পর্যন্ত এশিয়ার বাইরে ১০ বার পাঁচ উইকেট শিকার করেছেন, যেখানে কপিল দেব ৯ বার এমনটা করেছিলেন। কিংবদন্তি কপিল দেবকে হারিয়ে এখন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বুমরাহ।

ম্যাচ কেমন ভাবে এগিয়েছিল-

প্রথম দিনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা নিজেদের হাতে ম্যাচের রাশ ধরে রেখেছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করেছেন দুই ব্যাটসম্যান। ট্র্যাভিস হেড ১৬০ বলে ১৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, স্টিভ স্মিথও ১৯০ বলে ১০১ রান করেন। তিনি ছাড়াও ৪৭ বলে ৪৫ রান করে অপরাজিত আছেন অ্যালেক্স ক্যারি। দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া ১০১ ওভারে ৪০৫/৭ রান করেছে। জসপ্রীত বুমরাহ ছাড়াও ভারতের সব বোলারকেই লড়াই করতে দেখা গিয়েছে। বুমরাহ ছাড়াও সিরাজ ও নীতীশ রেড্ডি পেয়েছেন ১টি করে সাফল্য।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply