You are currently viewing শামি যেন ম্যাজিসিয়ান, পাঁচ উইকেট নেওয়ার পর মাথায় বল  নিয়ে কেন সেলিব্রেসান? সকে কি ইশারা  করলেন শামি? শুভমান করলেন তার খোলসা –

শামি যেন ম্যাজিসিয়ান, পাঁচ উইকেট নেওয়ার পর মাথায় বল নিয়ে কেন সেলিব্রেসান? সকে কি ইশারা করলেন শামি? শুভমান করলেন তার খোলসা –

Rate this post

ভারতীয় ক্রিকেট প্রেমিদের জন্য ২০২৩ এর বিশ্বকাপ ভীষণ চমকপ্রদ ও আনন্দদায়ক হয়ে উঠেছে। ২ নভেম্বর বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ ভারতীয় সমর্থকদের জন্য স্মরণীয় ইতিহাস হয়ে থাকবে। ম্যাচে ভারতের ব্যাটসম্যানরা দুরন্ত খেললেও বোলাররা ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর । ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি একাই পাঁচ , পাঁচটি উইকেট নিয়ে বিপক্ষ দলের কোমর একাই ভেঙে দেন। এবার ম্যাচ চলাকালীন শামির অদ্ভুত রকমের সেলিব্রেসান আমরা দেখি। তবে তার কারন নিয়ে শুভমান গিল বললেন সাংবাদিক দের।

এশিয়া কাপের ভারতের বিপক্ষে লঙ্কা বাহিনীর লজ্জাজনক হারের পর আবার এই বিশ্বকাপে লঙ্কা বাহিনী ভীষণ খারাপ ভাবে হারল। ভারতের করা ৩৫৮ রানের জবাবে তারা মাত্র ৫৫ রানে অল আউট হয়ে যায়। লঙ্কা বাহিনীর বিরুধে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ প্রথম ওভার থেকে উইকেট নিতে শুরু করেন। এর পর মহম্মদ শামি রীতিমতো বিস্ফোরণ করে দেন লঙ্কা ব্যাটিং এর বিরুধে। তিনি মাত্র ৫ ওভার বল করে ১ টি মেডেনের সঙ্গে ৮ রান দিয়ে ৫ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

তবে এর সময় মহম্মদ শামির মাথায় উপর বল অদ্ভুত রকমের সেলিব্রেসান সকলের নজরে আসে। কিন্তু সমর্থক থেকে বিশেষজ্ঞরা এই উদযাপনের মানে কেউ বুঝতে পারছিলেন না। তবে ম্যাচ শেষে তরুণ ওপেনার শুভমান গিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ধোঁয়াশা সরিয়ে বিষয়টি স্পষ্ট করে দেন।

তিনি বলেন “শামির এই রকম উদযাপনের ভঙ্গি আমাদের বোলিং কোচের উদ্দেশ্যে ছিলো। কারণ তার মাথায় কোনো চুল নেই।”

এই মুহূর্তে ভারতীয় বোলিং কোচ হলেন পারস মাম্ভরে , তিনি ভারতীয় বোলিং এর সমস্ত রকেমের কৌশল ঠিক করেন।

তবে এই বিশ্বকাপে মহম্মদ শামি বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচে বোলিং করে ১৪ উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় অনেকটাই এগিয়ে গেছেন। তার মধ্যে তিনি ২ বার ৫ উইকেট নিয়েছেন। এবং ২ বার প্লেয়ার অফ দা ম্যাচ হয়েছেন ।

এছাড়াও তিনি বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় বোলার হিসাবে জহির খান এবং জাভাগাল শ্রীনাথের মতো কিংবদন্তিদের টপকে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী । শামি এখনও পর্যন্ত বিশ্বকাপের ১৪ টি ম্যাচে মোট ৪৫ টি উইকেট সংগ্রহ করেছেন। এই ফর্মের সঙ্গেই তিনি ভারতের হয়ে ৫ নভেম্বর রবিবার দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে ৮ নং ম্যাচে মাঠে নামবেন। সেদিন আমরা সবাই আবার শামি ম্যাজিকের জন্য অপেখ্যা করব ।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply