You are currently viewing ইংল্যান্ড টেস্টে কে এল রাহুলকে দিয়ে কিপিং করবেন না দ্রাবিড়, সুযোগ পাবেন‌ এই তরুন প্লেয়ার

ইংল্যান্ড টেস্টে কে এল রাহুলকে দিয়ে কিপিং করবেন না দ্রাবিড়, সুযোগ পাবেন‌ এই তরুন প্লেয়ার

Rate this post

দঃ আফ্রিকা টেস্টের পর আফগান T20 সিরিজ শুরু হয়ে গেছে, এবং এর পর শুরু হবে ইংল্যান্ড টেস্ট । তবে ইংল্যান্ড টেস্ট কে ঘিরে ভারতীয় দলের কিছু নতুন চিন্তা ভাবনা আছে। এই সিরিজ শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের (India vs England Test Series) প্রস্তুতি নিতে শুরু করবে ভারতীয় দল। এর আগেই ভারতীয় দল নিয়ে এদিকওদিক করে অনেক খবর পাওয়া গেছে। এক্সার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খবরটি নিয়ে আলোচনা করা যাক।

আসন্ন ওই টেস্ট সিরিজটি শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। তার আগেই বড় খবর যা উঠে এসেছে, তা হল আসন্ন ওই টেস্ট সিরিজে উইকেটের পিছনে কিপিং করতে না ও দেখা যেতে পারে কেএল রাহুলকে । এর মানে এই নয় যে, তিনি আসন্ন ওই সিরিজে খেলবেন না। তিনি অবশ্যই ওই সিরিজে খেলবেন, কিন্তু শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসাবে। টেস্ট ক্রিকেটে উইকেটকিপিংয়ের কাজ থেকে তাকে ভিশারম দিতে চাইছেন কোচ দ্রাবিড়।

একটি রিপোর্ট থেকে জানা গেছে রাহুল জানিয়েছেন, তিনি শুধুমাত্র ব্যাটিংয়ে ফোকাস করতে চান। লালবলের ক্রিকেটে উইকেটকিপিংয়ের কাজ থেকে বিরতি নিয়ে শুধু ব্যাটসম্যান হিসাবে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। আবার ওই একই রিপোর্টে জানা গেছে, রাহুল উইকেটকিপিং না করলে, উইকেটকিপিংয়ের দায়িত্ব দেওয়া হবে ঈশান কিষাণকে (Ishan Kishan)। যিনি বর্তমানে ছুটি কাটাচ্ছেন।

কিন্তু ইশানকে আসন্ন টেস্ট সিরিজে দলে নেওয়া হবে, এতদূর খবর উঠে আসছে। কিন্তু কার পরিবর্ত হিসাবে ইশান খেলবেন! অথবা, কত নম্বরে ব্যাট করবেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান, এখন সেটিই দেখার। তবে ঋষভ পান্থ ওই সিরিজে ফিরলে হয়তো কখনোই সুযোগ পেতেন না ইশান। স্কোয়াডে থাকলেও বেঞ্চে সময় কাটাতে হতো তাকে। কিন্তু বর্তমানে ঋষভও না থাকায় ইশানের পথ সম্পূর্ণ পরিস্কার।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply